ভাস্কর ঘোষ, হাওড়া: বেলুড় (Belur) জগন্নাথ ঘাটে গঙ্গায় (Ganga) এক ব্যাক্তির দেহ উদ্ধারে (Body Recover) চাঞ্চল্য ছড়াল এলাকায়। সকালে স্নান করতে এসে স্থানীয় বাসিন্দারা দেহটি ভাসতে দেখেন। এরপরই বেলুড় থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে দেখে দুই জোড়া চটি, দুই জোড়া জামা এবং একটি ডাক্তার লোগো লাগানো স্কুটি উদ্ধার করে। একটি ব্যাগ উদ্ধার হয়, তাতে মোবাইল ফোন আইডেন্টি কার্ড, মানিব্যাগ, মোবাইল উদ্ধার হয়েছে। আইডেন্টি কার্ডের নাম লেখা ড: সৌরভ সাহা রায়। অন্য ব্যক্তির খোঁজ পাওয়া যায় নি। দু পাটি জুতো, জামা-কাপড় দেখে সন্দেহ পুলিশের, তিনিও জলে ডুবে গেছেন। আবার মনে করা হচ্ছে যে দ্বিতীয় ব্যক্তি পালিয়েও যেতে পারেন। এই নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে বেলুড় জগন্নাথ ঘাঁটে। আত্মহত্যা না স্নান করতে এসে ডুবে গিয়েছেন মৃত ব্যক্তি, তা এখনও জানা যায়নি। যদিও পুলিশ এখনও মৃতের পরিচয় নিশ্চিত করতে পাতে নি। অনুসন্ধান চালাচ্ছে পুলিশ।


নদীর জলে তলিয়ে গেল দ্বাদশ শ্রেণির ছাত্র









স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন কয়েকজন বন্ধুর সঙ্গে গৈতানপুরে দামোদরের চড়ে ঘুরতে যায় সৌরশুভ্র সাঁই। স্নান করতে নামে বাকি বন্ধুদের সঙ্গে। কিন্তু স্নান সেরে অন্যান্য বন্ধুরা পাড়ে উঠে এলেও তলিয়ে যায় সৌরশুভ্র। এরপরই তার খোঁজে তল্লাশিতে নামে জেলা বিপর্যয় ব্যবস্থাপন দফতর, সিভিল ডিফেন্স, খণ্ডঘোষ থানার পুলিশ ও স্থানীয় বাসিন্দারা। সেইদিন খোঁজ করে মেলেনি দেহ। এরপরের দিন তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে। মৃতের দেহ ময়নাতদন্তের জন্য বর্ধমান হাসপাতালে পাঠানো হয়েছিল।


অন্যদিকে, দিন কয়েক আগে দ্বারকেশ্বর নদে (Dwarkeswar River) স্নান করতে নেমে তলিয়ে গিয়ে নিখোঁজ হন এক মহিলা। ফের দ্বারকেশ্বর নদে স্নান করতে নেমে তলিয়ে গিয়েছিল এক মহিলা (Lady)। ঘটনা বাঁকুড়ার দ্বারকেশ্বর নদের কেঞ্জাকুড়া সঞ্জীবনী ঘাটের।