কলকাতা: আগামী রবিবার, ২৪ ডিসেম্বর, রাজ্যে আয়োজিত হতে চলেছে প্রাইমারি টেট পরীক্ষা (Primary TET)। সকাল থেকেই পরীক্ষাকেন্দ্রে ভিড় থাকবে পরীক্ষার্থীদের। সেই দিকে তাকিয়েই ওইদিন অতিরিক্ত মেট্রো পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো। 


কলকাতার লাইফলাইন মেট্রো। কিন্তু রবিবার মেট্রো পরিষেবা শুরু হয় অনেক পরে। এই রবিবার টেট পরীক্ষা হওয়ার আগেই শুরু হবে মেট্রো পরিষেবা।


কলকাতা মেট্রোর ব্লু লাইন (Blue Line) অর্থাৎ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর মেট্রো লাইনে। ২৪ ডিসেম্বর, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা বেজে ৫০ মিনিটে। উল্টোদিকে দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা বেজে ৫০ মিনিটে (সকাল ৯টার পরিবর্তে)। দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা বেজে ৫৫ মিনিটে (সকাল ৯টার পরিবর্তে)। উল্টোদিকে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায় (সকাল ৯টার পরিবর্তে)  



প্রাইমারি টেট পরীক্ষার দিন, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মোট ২৩৪টি মেট্রো পরিষেবা দেওয়া হবে। যার মধ্যে ১১৭টি আপ এবং ১১৭ টি ডাউন মেট্রো রয়েছে। অন্যদিন, রবিবার ১৩০টি মেট্রো পরিষেবা চলে।


১৩ সেপ্টেম্বর, প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছিল ১০ ডিসেম্বর, হবে প্রাথমিকের TET, কিন্তু, পরে সেই দিন বদলে করা হয় ২৪ ডিসেম্বর। আর এখানেই দানা বাধে বিতর্কের। পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে অসুবিধা হতে পারে এই মর্মে পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য আবেদন করেছিলেন দিলীপ ঘোষ। সেই আবেদন খারিজ করে দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। 


 


কী কী যোগ্যতামান প্রয়োজন:


১. সিনিয়র সেকেন্ডারি বা সমতুল পরীক্ষায় অন্তত ৫০ শতাংশ নম্বর এবং এলিমেন্টারি এডুকেশন ২ বছরের ডিপ্লোমা


অথবা


সিনিয়র সেকেন্ডারি বা সমতুল পরীক্ষায় অন্তত ৫০ শতাংশ নম্বর এবং ব্যাচেলর অফ এলিমেন্টারি এডুকেশন (B.El.Ed.)-এ ৪ বছর পড়াশোনা।


অথবা


সিনিয়র সেকেন্ডারি বা সমতুল পরীক্ষায় অন্তত ৫০ শতাংশ নম্বর এবং স্পেশাল এডুকেশন নিয়ে ডিপ্লোমা, যে কোর্সটি Rehabilitation Council of India দ্বারা অনুমোদিত


অথবা


স্নাতক এবং এলিমেন্টারি এডুকেশনে ২ বছরের ডিপ্লোমা


যাঁরা তফসিলি জাতি (SC), তফসিলি জনজাতি (ST), অন্যান্য অনগ্রসর জাতি অন্তর্ভুক্ত (OBC A, OBC B), এক্সেম্পটেড ক্যাটেগরি, এক্স-সার্ভিসম্যান ক্যাটেগরি, বিশেষভাবে সক্ষম  অথবা Die-in-harness ক্যাটেগরির চাকরিপ্রার্থী তাঁদের জন্য নম্বরের ক্ষেত্রে ৫ শতাংশ ছাড় রয়েছে অর্থাৎ ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর পেতে হবে।


২.  NCTE অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে যাঁরা ২ বছরের D.El.ED. কোর্সের ফাইনাল পরীক্ষা দিয়েছেন কিন্তু এখনও ফল বেরোয়নি।


অথবা


NCTE অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে যাঁরা ৪ বছরের ব্যাচেলর অফ এলিমেন্টারি এডুকেশন (B.El.Ed.)-এর ফাইনাল পরীক্ষা দিয়েছেন


অথবা


RCI অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে যাঁরা  ২ বছরের D.Ed (Special Education) কোর্সের ফাইনাল পরীক্ষা দিয়েছেন কিন্তু ফলপ্রকাশ হয়নি


অথবা


যাঁরা D.El.Ed/ D.Ed (Special Educaton) / ৪ বছরের B.El.ED পাঠক্রমে রয়েছেন।


যাঁরা বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পরে যোগ্যতামান অর্জন করবেন বা করেছেন তাঁরা TET 2023-এ বসতে পারবেন না।


আরও পড়ুন: 'ভগবান উদ্ধার করুন', বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বাড়ির সামনে চাকরিপ্রার্থীরা