হিন্দোল দে, কলকাতা: মাত্র তিন মাস বাকি চাকরি থেকে অবসর নেওয়ার। তার পর বাড়িতে বিশ্রাম নেওয়ার পরিকল্পনা করে রেখেছিলেন। কিন্তু অবসরযাপনের সেই স্বপ্ন অপূর্ণই থেকে গেল। কর্মরত অবস্থাতেই বেঘোরে মৃত্যু হল কলকাতা পুরসভার এক কর্মীর। বেপরোয়া গাড়ি এসে ধাক্কা মারে তাঁকে। তাতেই প্রাণ হারান ওই ব্যক্তি।
জলের পাইপ লাইনে কাজ করার সময় বিপত্তি
৯২ নম্বর ওয়ার্ডের মহারাজা টেগোর রোডে এই ঘটনা ঘটেছে। সেখানে জলের পাইপ লাইনে কাজ করছিলেন ওই ব্যক্তি। সেই সময় বেপরোয়া গতিতে ছুটে এসে একটি গাড়ি তাঁকে ধাক্কা মারে। ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে গাড়ির চালককে।
পুরসভা (Kolkata Municipal Corporation) সূত্রে জানা গিয়েছে, অবসর নিতে আর মাত্র ৩ মাস বাকি ছিল ওই ব্যক্তির। তার আগেই, কর্মরত অবস্থায় বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল কলকাতা পুরসভার ওই কর্মীর। মৃত ব্যক্তিকে দক্ষিণ ২৪ পরগনার দক্ষিণ বারাসাতের (Barasat News) বাসিন্দা লক্ষ্মীকান্ত মণ্ডল বলে শনাক্ত করা গিয়েছে।
অবসরের আর তিন মাস বাকি ছিল
বুধবার সকালে, কলকাতা পুরসভার ৯২ নম্বর ওয়ার্ডের মহারাজা টেগোর রোডে জলের পাইপ লাইনের ফেরুলের কাজ করছিলেন তিনি। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেই সময় বেপরোয়া ভাবে এসে পিছন দিক থেকে ধাক্কা মারে এই গাড়িটি। গুরুতর আহত অবস্থায়, তাঁকে MR বাঙ্গুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
কলকাতা পুরসভার ৯২ নম্বর ওয়ার্ডের সিপিআই কাউন্সিলর মধুছন্দা দেব বলেন, "কাজ করছিলেন, পিছন থেকে গাড়ি ধাক্কা মারে। দু’দিন আগেই বলছিলেন আপনাদের ছেড়ে চলে যাব। আর তিন মাস বাকি ছিল অবসরের।" ঘাতক গাড়িটিকে আটক করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে গাড়ির চালককে।