সন্দীপ সরকার, কলকাতা: খিদিরপুরে (Khidirpore) জল যন্ত্রণা ঘোচাতে উদ্যোগী পুরসভা (Kolkata Municipal Corporation)। সোমবার থেকে শুরু হল বোট ক্যানাল (Boat Canal) সংস্কারের কাজ। সেই কাজ পরিদর্শন করলেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। খাল সংস্কার হলে খিদিরপুর (Khidirpore) ও বেহালার (Behala) একাংশের জল জমা কমবে বলে আশা করা হচ্ছে।


বৃষ্টি হলেই কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) ৭৭ ও ৭৮ নম্বর ওয়ার্ডে জল জমে যায়। জল ঠেঙিয়েই যাতায়াত করতে হয় এলাকাবাসীদের। খিদিপুরের দীর্ঘদিনের এই জল যন্ত্রণা ঘোচাতে উদ্যোগী হল কলকাতা পুরসভা। মূলত এই এলাকার জল চেতলার বোট ক্যানাল দিয়ে পড়ে আদিগঙ্গায়। কিন্তু বোট ক্যানালের (Boat Canal)  নাব্যতা কমে যাওয়ায় দীর্ঘদিন ধরেই খিদিরপুর এলাকার নিকাশি ব্যবস্থা বিপর্যস্ত। এবার চেতলার বোট ক্যানাল থেকে টালিনালার লকগেট পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার খাল সংস্কারের কাজ করা হবে। খরচ হবে প্রায় ৫ কোটি ২০ লক্ষ টাকা ৷ সোমবার খাল সংস্কার শুরু হয়। পরিদর্শনে যান মেয়র (Mayor Firhad Hakim)। এদিন তিনি বলেন, “দীর্ঘদিনের সমস্য মেটাতে এই কাজ। আজ থেকে শুরু হল।’’ খাল সংস্কার হলে বেহালার একাংশের জমা জলের সমস্যাও মিটবে বলে আশা করা হচ্ছে।


অন্যদিকে, প্রাক প্রাথমিক থেকে সপ্তম শ্রেণি পার্ক, মাঠ, ক্লাবের সামনে ফাঁকা জায়গায় বসে পড়াশোনা শুরু করল কচিকাঁচা পড়ুয়ারা।  সোমবার থেকে শুরু হল পাড়ায় শিক্ষালয়। প্রায় ২ বছর পর সহপাঠীদের সঙ্গে মুখোমুখি দেখা হওয়ায় ছোটদের  উত্‍সাহ, উচ্ছ্বাস আর ধরে না। ফিরে এল সেই চেনা হুড়োহুড়ি।  চেতলা এলাকার ৬টি সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের পড়ুয়াদের নিয়ে চেতলা অগ্রণী ক্লাবের সামনের চত্বরে বসে পঠনপাঠনের আসর। প্রথম দিন উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমও(Mayor Firhad Hakim। তিনি বলেন, “স্কুলে বাচ্চারা অনেকদিন আসেনি।  অন্যরকম অভিজ্ঞতা। রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে প্রকৃতির মধ্যে পড়া চালু করেছিলেন।  এর মজা অন্যরকম।‘’


আরও পড়ুন: North 24 Parganas: মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে সীমান্ত বাণিজ্য এলাকার ট্রাক টার্মিনাসের দায়িত্ব নিল পরিবহন দফতর