Mutual fund calculator: বিজয় কুমার ভিরনাভে একজন বছর ২৫-এর প্রফেশনাল। যার টেক হোম স্যালারি প্রতি মাসে প্রায় ৪০,০০০ টাকা। বর্তমানে তার শোধ করার মতো কোনও ঋণ নেই। তিনি এমন একটি বিনিয়োগের রাস্তা চাইছেন, যেখানে ৫০ বছর বয়সে তাকে প্রায় ১১ কোটি জমা করতে সাহায্য করে। তবে এর জন্য তিনি সরাসরি শেয়ারবাজারে বিনিয়োগ করতে রাজি নন।


SIP calculator: কতটা বাস্তব এই বিনিয়োগ ? 
বিজয়ের বিনিয়োগ লক্ষ্য কার্যকর করতে পরামর্শ দিয়েছেন ট্রান্সসেন্ড ক্যাপিটালের ম্যানেজার কার্তিক ঝাভেরি। তিনি জানান, যেহেতু বিনিয়োগকারীর কোনও ধরনের ঋণ শোধের মতো আর্থিক বোঝা নেই, তাই আগামী ২৫ বছরে ১১ কোটি জমা করা তার পক্ষে সম্ভব।  যেহেতু বিনিয়োগকারী সরাসরি স্টকে বিনিয়োগ করতে চাইছেন না, তাই ইক্যুইটি মিউচুয়াল ফান্ড বিভাগে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (SIP) তার কাছে একমাত্র বিকল্প। যা এই ধরনের রিটার্ন দিতে পারে। 


এই বিশাল পরিমাণ অর্থ জমা করার বিষয়ে SEBI নিবন্ধিত কর ও বিনিয়োগ বিশেষজ্ঞ জিতেন্দ্র সোলাঙ্কি বলেন, " এই ক্ষেত্রে সাধারণ প্র্যাকটিস হল ১০ শতাংশ বার্ষিক এসআইপি স্টেপ-আপ বজায় রাখা, কিন্তু এখানে বিনিয়োগের লক্ষ্য অত্যন্ত বেশি। তাই ১৫ শতাংশ বার্ষিক পদক্ষেপ নিরাপদ হবে।


Systematic Investment Plan: ২৫ বছর ধরে ইক্যুইটি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে কতটা রিটার্ন পাওয়া যেতে পারে, এই প্রসঙ্গে জিতেন্দ্র সোলাঙ্কি মিউচুয়াল ফান্ডের 15 x 15 x 15 নিয়ম মনে করিয়ে দিয়েছেন।মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের জন্য একটি দুর্দান্ত সূত্র হল 15 x 15 x 15 নিয়ম। 


এই সূত্র অনুযায়ী কোনও ব্যক্তি যদি মিউচুয়াল ফান্ডে SIP (Systematic Investment Plan)এ ১৫ বছরের জন্য ১৫ হাজার টাকা করে বিনিয়োগ করেন , তবে তিনি ১৫ শতাংশ হারে রিটার্ন পাবেন। যার ফলে ১৫ বছরের মধ্যে তিনি কোটিপতি হতে পারবেন। মিউচুয়াল ফান্ড ক্যালকুলেটররা বলেন, বার্ষিক বৃদ্ধির পরিমাণ যদি বাড়তে থাকে, তাহলে ১৫ বছরে ২ কোটিরও বেশি পেতে পারেন বিনিয়োগকারী। সুতরাং ২৫ বছরের ক্ষেত্রে, কেউ একজনের অর্থের প্রায় ১৫ শতাংশ রিটার্ন আশা করতেই পারে।


মিউচুয়াল ফান্ড রিটার্ন ক্যালকুলেটর


১৫ শতাংশ বার্ষিক এসআইপি স্টেপ-আপ বজায় রেখে এই ক্ষে্ত্রে ২৫ বছর ধরে ক্রমাগত বিনিয়োগ করতে হবে বিনিয়োগকারীকে। ১৫ শতাংশ বার্ষিক রিটার্ন ধরে নিয়ে এগোতে হবে তাকে। সেই ক্ষেত্রে এসআইপি ক্যালকুলেটর বলে, প্রতি মাসে ১২,০০০ টাকার এসআইপি করতে হবে বিজয় কুমারকে। যা পরবর্তী ২৫ বছরে প্রায় ১১ কোটি জমা করতে সাহায্য করবে।তবে এই SIP-র ক্ষেত্রে বিনিয়োগকারীর ঝুঁকি থাকবে। তবে বিনিয়োগকারী  small-cap, mid-cap ছাড়াও large-cap fund-এ বিনিয়োগ করতে পারেন। সেই ক্ষেত্রে অবশ্যই বাজার বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত তাঁর।