অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: ক্যাশলেস স্মার্ট পার্কিং অ্যাপের (Smart Parking App) উদ্বোধন করলেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। আর নগদে নয়, কার্ডে বা কিউআর কোড স্ক্য়ান করে মেটাতে হবে পার্কিং ফি। আপাতত ৬১টি জায়গায় মেশিনের মাধ্যমে পার্কিং ফি নেওয়ার ট্রায়াল চলবে। ধাপে ধাপে গোটা কলকাতাতেই চালু হবে এইভাবে পার্কিং ফি মেটানোর প্রক্রিয়া (Kolkata Municipal Corporation)। 


স্মার্ট ফোনে গুগল প্লে স্টোর থেকে প্রথমে ডাউনলোড করতে হবে অ্যাপ


কখনও পার্কিং ফি বাবদ বেশি টাকা নেওয়ার অভিযোগ। কখনও জায়গার অভাবে পার্কিং করতে না পারার অভিযোগ। বার বার এমন অভিযোগ ওঠায় পার্কিং-এ স্বচ্ছতা বজায় রাখতে এবার অ্য়াপ আনল কলকাতা পুরসভা। নাম S পার্কিং বা স্মার্ট পার্কিং অ্যাপ। এতে শহরবাসী গাড়ি রাখা নিয়ে ঝামেলার হাত থেকে নিস্তার পাবেন বলে মনে করা হচ্ছে।

স্মার্ট ফোনে গুগল প্লে স্টোর থেকে প্রথমে ডাউনলোড করতে হবে অ্যাপটি। পুরসভার তরফে জানানো হয়েছে, গন্তব্যে পৌঁছনোর আগেই সেই অ্যাপে আপনি দেখে নিতে পারবেন কোথায় পার্কিং ফাঁকা রয়েছে। এই অ্যাপের ফলে পার্কিং ফি আদায়ের কর্মীদের সঙ্গে গাড়ি চালকদের সংঘাতের পথও বন্ধ হবে বলে মনে করা হচ্ছে।


আরও পড়ুন: Sujan Dasgupta Death: ‘একেনবাবু’র স্রষ্টা সুজন দাশগুপ্তের রহস্যমৃত্যু, কলকাতার ফ্ল্যাট থেকে উদ্ধার দেহ

কলকাতা পুরসভা সূত্রের খবর, নগদে নয়, Point Of Sale বা POS মেশিনের মাধ্যমে কার্ডে অথবা কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে হবে পার্কিং ফি। পার্কিং-এর দায়িত্বে থাকা ব্যক্তির কাছে পুরসভার দেওয়া নির্দিষ্ট যন্ত্র থাকবে। কতক্ষণ গাড়ি রাখা হয়েছে, তা এন্ট্রি করলেই কত পার্কিং ফি দিতে হবে তার অঙ্ক দেখাবে। ফলে ইচ্ছে মতো বেশি টাকা নেওয়ার সুযোগ থাকবে না।

বুধবার, এই অ্যাপের উদ্বোধন করলেন মেয়র। সেখানে উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, মেয়র পারিষদ দেবাশিস কুমার-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি।


বুধবার, এই অ্যাপের উদ্বোধন করলেন মেয়র


কলকাতা পুরসভা সূত্রে খবর, আপাতত ৬১টি জায়গায় পরীক্ষামূলকভাবে এই যন্ত্রের মাধ্যমে পার্কিং ফি নেওয়ার ট্রায়াল চলবে। পার্কিং ফি দেওয়া হয়ে গেলে গাড়ির মালিক যেমন মেসেজ পাবেন, তেমনই এই সংক্রান্ত তথ্য যন্ত্রের মধ্যে জমা থাকবে। পাশাপাশি, কলকাতা পুলিশের কাছেও একই সময়ে এই তথ্য আপডেট হবে।