সঞ্চয়ন মিত্র, কলকাতা: আদি গঙ্গা (Adi Ganga), যা পরিচিত টালি নালা (Tolly Nala) নামে, তার এখন চূড়ান্ত দুরবস্থা। পলি তো জমেছেই, জায়গায় জায়গায় জমে রয়েছে আবর্জনাও। এই পরিস্থিতিতে টালি নালা সংস্কারে হাত দিল কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। বৃহস্পতিবার প্রেসিডেন্সি জেলের (Presidency Correctional Home) পাশে শুরু হল পলি তোলার কাজ।
সূত্রের দাবি, টালি নালার এই পলি তুলে নাব্যতা ফেরানোর প্রকল্প হওয়ার কথা ছিল কেন্দ্রের নমামী গঙ্গে (Namami Gange) প্রকল্পের আওতায়। কিন্তু কেন্দ্রের টাকা না মেলায় কাজে হাত দিল কলকাতা পুরসভা।
এ বিষয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেছেন, ‘নমামী গঙ্গে প্রকল্পে কাজের কথা থাকলেও, টাকা পাওয়া যায়নি। তাই আমরাই কাজ করছি।’
মেয়র পারিষদ (নিকাশি) তারক সিংহ বলেছেন, ‘নিকাশি ব্যবস্থার উন্নতির জন্য এই কাজ হচ্ছে।’
কলকাতা পুরসভা সূত্রে খবর, দুই পর্যায়ে প্রায় ১৫ কিলোমিটার এলাকায় আদি গঙ্গা থেকে পলি তোলার কাজ হবে। প্রথম পর্যায়ে দইঘাট থেকে চেতলা পর্যন্ত কাজ হবে। দ্বিতীয় পর্যায়ে কাজ হবে চেতলা থেকে গড়িয়া পর্যন্ত।
এদিন প্রকল্পের সূচনায় মেয়র ও মেয়র পারিষদ ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলররাও।
কলকাতা পুরসভা কর্তৃপক্ষের অনুমান, টালি নালার নাব্যতা বাড়ানো গেলে দক্ষিণ কলকাতার নিকাশি সমস্যার অনেকটাই সুরাহা হবে।
টালি নালার নাব্যতা কমে যাওয়ার ফলে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অঞ্চলের মানুষ প্রায় প্রতিবারই বৃষ্টির সময় সমস্যায় পড়েন। একটু বেশি বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ে বিভিন্ন অঞ্চল। ঘূর্ণিঝড় ইয়াসের সময়ও একই ঘটনা দেখা যায়। ইয়াসের প্রভাবে জলস্ফীতি হয় আদিগঙ্গায়। যার জেরে জলমগ্ন হয়ে পড়ে কালীঘাটের বিস্তীর্ণ এলাকা। স্থানীয়রা জানান, আদিগঙ্গার জলস্তর বাড়লে এলাকা জলমগ্ন হয়। সমস্ত ম্যানহোল খুলে দিলে জল নামে। ৬ থেকে ৭ ঘণ্টা লাগে জল নামতে। এই সমস্যা মেটাতেই উদ্যোগ নিল পুরসভা।