কলকাতা: কলকাতা পুরসভার নতুন মেয়র হিসেবে আজই শপথ নিয়েছেন ফিরহাদ হাকিম। দায়িত্ব নিয়েই কাজ শুরু করে দিলেন তিনি। শপথ নেওয়ার পর কলকাতা নতুন মেয়র বলেন, ‘আমরা সবাই সেবক। আমি প্রধান সেবক। ডাকলেই যাকে পাওয়া যায়, তিনিই হলেন শ্রেষ্ঠ কাউন্সিলর।’ 


এরপর সাংবাদিক বৈঠকে ফিরহাদ বলেন, ‘শহরে যে ৬টি পকেটে জল জমে সেখানে নতুন পাম্পিং স্টেশন হবে। খালগুলো পরিষ্কার করা হবে। পাম্পের শক্তিও আরও বাড়ানো হবে। বিজ্ঞাপনের জন্য যে দৃশ্য দূষণ হয় সেটা নিয়ন্ত্রণের চেষ্টা হবে। পুরনো বাড়ির ক্ষেত্রে নতুন ভাবে আইন করে ব্যবস্থা নিতে হবে। যাঁরা থাকেন তাঁদের যাতে অসুবিধা না হয় সেটা দেখা হবে। কলকাতার ঐতিহ্যরক্ষায় বিশেষভাবে মনোযোগী হবে পুরসভা। ঐতিহ্যবাহী বাড়িগুলিকে রক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।’


ফিরহাদ আরও বলেন, ‘কলকাতা শহরের রাস্তার উন্নতি একটা বড় চ্যালেঞ্জ। ৬ মাস অন্তর পুরসভা রিপোর্ট কার্ড পেশ করবে। রিভিউ মিটিং করে রিপোর্ট কার্ড পেশ করা হবে। নতুন প্রকল্প চালু হবে, শো ইওর মেয়র। মেয়রকে সরাসরি হোয়াটস অ্যাপের মাধ্যমে এলাকার সমস্যা দেখানো যাবে। বিল্ডিং প্ল্যানের অনুমোদনে অ্যাপের মাধ্যমে সিঙ্গল উইন্ডো ব্যবস্থা চালু হবে এটা দু’বছরের মধ্যে পুরোপুরি চালু হয়ে যাবে। অ্যাপের মাধ্যমে পার্কিং দুর্নীতির মোকাবিলা করা হবে।’


দ্বিতীয়বার কলকাতার মেয়র হিসেবে শপথ নিলেন ফিরহাদ হাকিম। তাঁর সঙ্গেই ডেপুটি মেয়র পদে শপথ নিলেন অতীন ঘোষ, দ্বিতীয়বার কলকাতার মেয়র হিসেবে শপথ নিলেন ফিরহাদ হাকিম। তাঁর সঙ্গেই ডেপুটি মেয়র পদে শপথ নিলেন অতীন ঘোষ, চেয়ারপার্সন পদে শপথ নিলেন মালা রায়। মেয়র পারিষদ হিসেবে শপথ নিলেন ১৩ জন।


নতুন মেয়র হিসেবে দায়িত্ব নিয়েই, শহরে জল জমার সমস্যা মেটানোর আশ্বাস দিলেন ফিরহাদ হাকিম। তিনি বিরোধীদের কটাক্ষ করে বলেন, ‘ভেনিস দেখতে হলে চেন্নাই, মুম্বই, দিল্লিতে যান। বৃষ্টির প্যাটার্ন চেঞ্জ হয়েছে। শহরে যে ৬টি পকেটে জল জমে সেখানে নতুন পাম্পিং স্টেশন হবে। খালগুলো পরিষ্কার করা হবে। পাম্পের শক্তি আরও বাড়ানো হবে। কলকাতা শহরের রাস্তার উন্নতি একটা বড় চ্যালেঞ্জ।’