নয়াদিল্লি: সম্প্রতি ভাইরাল হয়েছে অভিনেত্রী শেহনাজ গিলের (Shehnaaz Gill) নাচের একটি ভিডিও। তাঁর ম্যানেজারের বিয়েতে মাতেন শেহনাজ। আনন্দে সকলের সঙ্গে নাচও করেন। যদিও মনে হচ্ছে ব্যাপারটা বিশেষ পছন্দ হয়নি তাঁর 'বিগ বস ১৩' সহ প্রতিযোগী অসীম রিয়াজের ('Bigg Boss 13' co-housemate Asim Riaz)। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি অর্থপূর্ণ পোস্ট করেন এদিন। লেখেন, 'মানুষ কত তাড়াতাড়ি প্রিয়জনেদের ভুলে যায়'।


 






কারও নাম না নিয়ে এদিন নিজের ট্যুইটার হ্যান্ডলে অসীম লেখেন, 'এইমাত্র কিছু নাচের ভিডিও দেখলাম... সত্যিই মানুষ কত তাড়াতাড়ি প্রিয়জনেদের কথা ভুলে যায়। কেয়া বাত কেয়া বাত...'। 


 






তবে নাম না করলেও অনুরাগীদের মন্তব্য তিনি পুরোটাই শেহনাজ গিলের উদ্দেশে লিখেছেন। সম্প্রতি মৃত্যু হয়েছে অভিনেতা সিদ্ধার্থ শুক্লর। শেহনাজের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্কের কথা সকলেরই জানা। সিদ্ধার্থের অকালমৃত্যুর শোক কাটিয়ে বহুদিন পর জনসমক্ষে আসেন অভিনেত্রী। 


এদিন অসীমের পোস্ট মোটেই ভালভাবে নেননি অনুরাগীরা। উল্টে তাঁকে ট্রোল করা শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। একজন অনুরাগী লেখেন, 'সত্যি, এমনটা তোমার থেকে আশা করিনি অসীম। গত দুই বছর ধরে তোমার বিশাল বড় ভক্ত আমি। কিন্তু এমন একজনকে কটাক্ষ করছ যে খারাপ সময় কাটিয়ে ওঠার চেষ্টা করছে...আমি ওঁকে এভাবে দেখে খুব খুশি কারণ আমিও একজনকে হারানোর বেদনার মধ্য দিয়ে যাচ্ছি। তোমার ওপর ধিক্কার অসীম রিয়াজ।'


অপর এক ভক্তের কথায়, 'কারও ভালোবাসা বা যত্নের বিচার করার জন্য তুমি একেবারেই যোগ্য লোক নও।'


একের পর এক ভক্তের কটাক্ষ, অভিযোগ আছড়ে পড়তে থাকে পোস্টের নীচে। 


গত সেপ্টেম্বরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সিদ্ধার্থ শুক্লর।