আবির দত্ত ও সুদীপ্ত আচার্য, কলকাতা: পুজো করতে গিয়ে শাড়িতে আগুন! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের মা। পরিবার সূত্রে খবর, শনিবার সন্ধেয় নলিন সরকার স্ট্রিটের বাড়িতে প্রদীপ জ্বালাতে গিয়ে অসাবধানতায় আগুন লেগে যায় ডেপুটি মেয়রের মায়ের শাড়িতে। চিৎকার শুনে অতীন ঘোষের মাকে উদ্ধার করে আরজি কর হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা। হাসপাতাল সূত্রে খবর, শরীরের অনেকটা অংশ পুড়ে গেছে ডেপুটি মেয়রের মায়ের।
Atin Ghosh Mother: হঠাৎ শাড়িতে আগুন, হাসপাতালে ভর্তি ডেপুটি মেয়র অতীন ঘোষের মা
ABP Ananda | avirupd | 28 Jan 2024 07:56 AM (IST)
Kolkata: প্রদীপ জ্বালাতে গিয়ে অসাবধানতায় আগুন লেগে যায় ডেপুটি মেয়রের মায়ের শাড়িতে। হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা।
নিজস্ব চিত্র