সুদীপ্ত আচার্য ও অনির্বাণ বিশ্বাস, কলকাতা : কলকাতা পুরসভার (Kolkata Municipality Corporation) ডাম্পারের ধাক্কায় এক মহিলার মৃত্যুকে কেন্দ্র করে ডি এল খান রোডে উত্তেজনা ছড়াল। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। ডাম্পারের চালককে গ্রেফতার করেছে পুলিশ (Police)।


গাড়ির ধাক্কায় মৃত্যু, রণক্ষেত্র এলাকা


পুলিশকে ঘিরে বিক্ষোভ। অবরোধ। কলকাতা পুরসভার ডাম্পারের ধাক্কায় এক মহিলার মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল ডি এল খান (DL Khan Road) রোড। মৃত্যু হয়েছে, বিদ্যাসাগর কলোনির বাসিন্দা মায়া রায় নামে বছর ৬১-র এক মহিলার। মৃতের পরিবার সূত্রে খবর, শনিবার, সকাল ১১.৩৫ নাগাদ পুজো দিতে যাচ্ছিলেন মায়া। তখন, দ্রুত গতিতে আসা একটি ডাম্পার ধাক্কা মারে।


টেনে-হিঁচড়ে নিয়ে গেল ডাম্পার


ধাক্কা মারার পর তাঁকে ১০০ মিটার টেনে-হিঁচড়ে নিয়ে যায় ডাম্পারটি। স্থানীয় সূত্রে খবর, বৃদ্ধার মাথার উপর দিয়ে চলে যায় গাড়ির চাকা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। বাসিন্দাদের অভিযোগ, সিগনাল না মেনে বেপোরোয়াভাবে গাড়ি চালানো হয় এই রাস্তায়। ট্রাফিক পুলিশের নজরদারি নেই বলেও অভিযোগ করেন তাঁরা। এদিন, ঘটনাস্থলে ডিসি আকাশ মাঘারিয়া পৌঁছলে, তাঁর কাছে ক্ষোভ উগরে দেন বাসিন্দারা। 


পরিবারের পাশে থাকার বার্তা


কলকাতা পুরসভার পক্ষ থেকে মৃতার পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। মেয়র বলেছেন, 'ওই সময় রাস্তা দিয়ে আসছিলাম। অত্যন্ত বেদনাদায়ক বিষয়। যাঁর প্রাণ চলে গেছে ফিরিয়ে দিতে পারব না। পরিবারের পাশে আছে পুরসভা'। এদিকে, ঘটনায় ডাম্পারের চালককে গ্রেফতার করেছে পুলিশ।  


আরও পড়ুন- অর্পিতার পর হৈমন্তী, নিয়োগ দুর্নীতির কেন্দ্রে দুই নারী , দুজনের কী মিল !


দুর্ঘটনায় মৃত্যু হাওড়াতেও- এদিকে, পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক মহিলা সিভিক ভলান্টিয়ারের। গতকাল রাতে ঘটনাটি ঘটে আন্দুল রোডের একটি পেট্রোল পাম্প এর কাছে। পুলিশ সূত্রে খবর, পিয়ালী বসাক নামে ওই মহিলা সিভিক ভলেন্টিয়ার যখন রাস্তা পার হচ্ছিলেন সেই সময় আন্দুলগামী একটি গাড়ি তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই ছিটকে পড়েন তিনি। যদিও পেশায় আইনজীবী ওই গাড়িচালক তাঁকে আহত অবস্থায় এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। যদিও সেখানে রাতে মৃত্যু হয় ওই মহিলা সিভিক ভলান্টিয়ারের। ঘটনার জেরে ওই আইনজীবীকে গ্রেফতার করা হয়েছে। গোটা ঘটনায় শোকপ্রকাশ করেছেন হাওড়া পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী।