রঞ্জিত সাউ, কলকাতা: রাস্তার ম্যানহোল পরিষ্কার করতে নেমে মৃত্যুর ঘটনা সামনে আসে অহরহ। কিন্তু সরকারি পরিসংখ্যানে উহ্য থেকে যায় মৃত্যুসংখ্যা। সেই আবহেই শহর কলকাতায় অভিনব উদ্যোগ (Kolkata News)। মানুষ নন, এবার থেকে ম্যানহোলে ঢুকে আবর্জনা পরিষ্কার করবে যন্ত্রমানব (Manhole Cleaning Robots)। নতুন উদ্যোগ নিউটাউন-কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি-র (NKDA)।


বিষাক্ত গ্যাস আছে কিনা, তাও চিহ্নিত করবে রোবটিক সেন্সর


ম্যানহোল পরিষ্কারের জন্য কেনা হয়েছে তিনটি রোবট। শুধু ম্যানহোল পরিষ্কারই নয়, ম্যানহোলে বিষাক্ত গ্যাস আছে কিনা, তাও চিহ্নিত করবে রোবটিক সেন্সর। অর্থাৎ স্মার্ট সিটি নিউটাউন এখনও আরও স্মার্ট হওয়ার পথে। রাস্তায় দাঁড়িয়ে থাকবে যন্ত্রমানব। মানুষ নয়, ম্যানহোল পরিষ্কার করবে সে। স্মার্ট সিটি নিউটাউনে নতুন সংযোজন এই ম্যানহোল ক্লিনিং রোবট। 


ম্যানহোল পরিষ্কার করার জন্য এখনও দেশে ভরসা মানুষই।  কিন্তু সেই কাজ করতে গিয়ে মাঝেমধ্যেই ঘটে দুর্ঘটনা। সেই দুর্ঘটনা এড়াতেই নতুন উদ্যোগ নিউটাউন-কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি-র। এনকেডিএ-র দাবি দেশের মধ্য়ে নিউটাউনে প্রথম শুরু হল রোবটিং ম্যানহোল ক্লিনিং।


আরও পড়ুন: Panchayat Elections 2023: জঙ্গলমহলে ভোটে নতুন সমীকরণ? 'নো ভোট টু টিএমসি' রব তুলল আদিবাসী কুড়মি সমাজ


প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই রোবটে রয়েছে সেন্সর এবং ক্যামেরা। ভূগর্ভস্থ নিকাশির মধ্যে কোথায় আবর্জনা আটকে আছে, তা ক্যামেরার সাহায্যে চিহ্নিত করে পরিষ্কার করা যাবে। শুধু তাই নয়, ম্যানহোলে বিষাক্ত গ্যাস আছে কিনা তাও চিহ্নিত করবে রোবটে থাকা সেন্সর।


আপাতত তিনটি রোবট কেনা হয়েছে ম্যানহোল পরিষ্কারের জন্য


আপাতত এনকেডিএ-র তরফে কেনা হয়েছে তিনটি রোবট। কন্ট্রোলরুমে বসেই মনিটার করা যাবে রোবটগুলিকে। এনকেডিএ সূত্রে খবর, ভবিষ্য়তে এরকম যন্ত্রমানব কেনা হবে আরও বেশ কয়েকটি। 


ম্যানহোল পরিষ্কার করতে গিয়ে সাফাইকর্মীদের মৃ্ত্যুর ঘটনা এর আগে সংসদেও উত্থাপিত হয়েছিল। কিন্তু সরকারের কাছে সেই নিয়ে কোনও পরিসংখ্যান নেই বলে জানানো হয়। যদিও গতবছরের গোড়ার দিকে ন্যাশনাল কমিশন ফর সাফাই কর্মচারিজ (NCSK)-এর পরিসংখ্যানে দেখা যায়, ম্যানহোল পরিষ্কার করতে নেমে সাফাইকর্মীদের মৃত্যুতে দেশের মধ্যে শীর্ষে তামিলনাড়ু। আর তার পরই গুজরাত। শুধু তাই নয়, ম্যানহোল পরিষ্কার করেন যাঁরা, তাঁদের আলাদা পরিসংখ্যানও সরকারের কাছে নেই বলে একাধিক বার অভিযোগ সামনে এসেছে। তার পরও বদলায়নি পরিস্থিতি। তাই প্রাণহানি এড়াতে নিউ টাউনে মানুষের পরিবর্তে রোবট ব্যবহারকে স্বাগত জানিয়েছেন বড় অংশের মানুষ।