অমিতাভ রথ, সৌমেন চক্রবর্তী ও সন্দীপ সমাদ্দার: দফায় দফায় বিক্ষোভ, আন্দোলন চলেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে (Panchayat Elections 2023)। এবার পঞ্চায়েতে 'নো ভোট টু টিএমসি'র ডাক দিল আদিবাসী কুড়মি সমাজ। ধৃত নেতাদের মুক্তি না দিলে, এবং কুড়মি সমাজের দাবি না মানলে তৃণমূলকে ভোট দেওয়া হবে না। সাফ জানাল কুড়মি সমাজের ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটি। পাশাপাশি নিজেদের প্রার্থী দাঁড় করানোর ভাবনাচিন্তাও করছেন কুড়মিরা (Kurmi Agitations)।


আগামী ৮ জুলাই হতে চলেছে পঞ্চায়েতের মেগা ফাইট। তৃণমূল-বিজেপি-সিপিএম-কংগ্রেসের মধ্যেই গ্রাম বাংলার হাইভোল্টেজ ভোট-যুদ্ধের কথা থাকলেও, ভোটের দিন ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে নাটকীয় মোড়। জঙ্গলমহলে পঞ্চায়েত ভোটের লড়াইয়ে নামতে দেখা যেতে পারে আন্দোলনরত কুড়মি সমাজকে।


এমনটাই ইঙ্গিত দিয়ে 'নো ভোট টু টিএমসি'র ডাক দিয়েছে কুড়মি সমাজের ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটি। ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটির সদস্য অশোক মাহাতো বলেন, "আমরা এবার পঞ্চায়েত নির্বাচনে জঙ্গলমহলে প্রার্থী দেব। এর মধ্যে ধৃত নেতাদের মুক্তি দেওয়া না হলে, আর সিআরআই জাস্টিফিকেশন কমেন্টস না পাঠালে, অবিলম্বে আমরা প্রার্থী দেব।"


আরও পড়ুন: Panchayat Election 2023 : 'মুখ্যমন্ত্রীকে প্রার্থী তালিকা পাঠাচ্ছি, অনুমোদন না দিলে...', হুঁশিয়ারি তৃণমূলের বিধায়কের


এ বিষয়ে পরবর্তী ঘুঁটি সাজাতে শুক্রবার ঝাড়গ্রাম শহরের এক বেসরকারি অতিথিনিবাসে বৈঠকেও বসেন কুড়মি সমাজের ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটির সদস্যরা।


গত ২৬ মে, গড় শালবনিতে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের কনভয়ের যাত্রাপথে আছড়ে পড়ে কুড়মি বিক্ষোভ। রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ির কাচ ভাঙা হয়। হামলার নেপথ্যে বিজেপির যোগসাজশের দিকে আঙুল তুললেও গ্রেফতার করা হয় একের পর এক কুড়মি নেতাকে।


এর পর থেকেই ক্ষোভে ফুঁসতে থাকেন তাঁরা, যাঁর আঁচ এবার পড়তে চলেছে পঞ্চায়েতের ভোটবাক্সেও। সূত্রের খবর, ভোটে লড়াই করবার জন্য এলাকাভিত্তিক প্রার্থী নির্বাচনও শুরু করে দিয়েছে ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটি। এমনকি, সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিতে, শনিবার পুরুলিয়ার বান্দোয়ানে ২৪ ঘণ্টার গোপন ম্যারাথন বৈঠকে বসেছেন আদিবাসী কুড়মি সমাজের নেতারা।


আদিবাসী কুড়মি সমাজের মুখ্য উপদেষ্টা অজিতপ্রসাদ মাহাতো বলেন, "আমরা তৃণমূলকে কোনওভাবেই ভোট দেব না, যতক্ষণ পর্যন্ত ওরা আমাদের জাস্টিফিকেশন কমিটমেন্ট দিচ্ছে। এমনকী আমাদের বাড়ির দেওয়ালে কোনও রাজনৈতিক পোস্টার লাগাতে দেব না।"


পঞ্চায়েত ভোটে কুড়মিদের এমন একলা চলোর ডাক নিয়ে তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেন, "ওঁদের দিয়ে বলানো হচ্ছে। আসল কুড়মিরা আমাদের সঙ্গেই আছেন।" যদিও রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "কুড়মিরা দীর্ঘদিন ধরে বিজেপিকে সমর্থন করেন। আমরা ওঁদের বলব, আলাদা প্রার্থী না দিয়ে আপনারা বিজেপি-কে ভোট দিন।"


তবে আন্দোলনরত কুড়মিদের এই ডাক পঞ্চায়েত ভোটে জঙ্গলমহলে তৃণমূলের ফলাফলের ওপর কোনও প্রভাব ফেলে কি না, তাই দেখার।