কলকাতা: লিফট ছিঁড়ে পড়ে এক ব্যক্তির মৃত্যু (Death)। পার্কস্ট্রিটের (Park Street) ওম টাওয়ারে চলছিল লিফট মেরামতির কাজ। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য  তিন নম্বর লিফটটি ওপরে উঠে যায়। বিল্ডিংয়ের লিফট অপারেটর রহিম ভিতরের দিকে মাথা এগিয়ে দেখছিলেন। লিফট ছিঁড়ে তাঁর ওপর পড়ে গেলেই ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।


মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল শহর কলকাতা


প্রসঙ্গত, মানুষেরই তৈরি যন্ত্র। তবে নিয়ন্ত্রণ হারাতেই সেই যন্ত্রের হাতেই প্রাণ দিতে হল এক ব্যক্তিকে পার্কস্ট্রিটের লিফট দুর্ঘটনায়। সাম্প্রতিককালে এমন ভয়াবহ ঘটনা খুব কমই ঘটেছে। তবুও মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল এদিন কলকাতা। সবথেকে বড় কথা স্বাভাবিক অবস্থাতেও নয়, মেরামতির সময়েই ঘটল দুর্ঘটনা। তবে বহুতল তৈরির সময়ে পা হড়কে এমন ঘটনার উদাহরণ হয়তো খুঁজলে পাওয়া যাবে। তবে এদিন শুধুই নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠল আবার। ঝুঁকে দেখার সময় কি মেনে চলা হয়নি নুন্যতম নিরাপত্তা ? কী করে ঘটল তাহলে এই দুর্ঘটনা ? প্রশ্নে উঠেছে।


লিফট নিয়ে অনেকেরই নানা আতঙ্ক


তবে লিফট নিয়ে অনেকেরই নানা আতঙ্ক রয়েছে। যদিও আচমকা বন্ধ হয়ে যায় লিফট, তখন কী হবে, কিংবা লিফটের দরজার মাঝে যদি আটকে যান, তাহলেই বা কী হবে, মূলত আজকের আধুনিক লিফটগুলি গ্রিল দেওয়া লোহার গেট দিয়েও তৈরি নয়, যে হেঁকে বিপদে সাহায্য চাওয়া যাবে। বেশিরভাগ ক্ষেত্রেই লিফটগুলি পুরোপুরি স্টিলের দরজা বন্ধ কুঠুরি। ফোন বা ডিজিট্যাল ডেস্কের উপরেই ভরসা তখন। এরপরে প্রশ্ন ওঠে, যদি সেটা না কাজ করে তখন, তাই এসব ভেবে শিউরে ওঠেন অনেকেই। তাই নিউরোন জনিত বা রক্তচাপগত কারণে তাই অনেকেই এড়িয়ে যান লিফট, বা বহুতল বাড়ি।


আরও পড়ুন, 'পলাতকদের সন্ধান দিলেই ১ লক্ষ টাকা পুরস্কার', মোমিনপুর হিংসাকাণ্ডে হুলিয়া জারি NIA-র 


ভয়াবহ ভাইরাল লিফটকাণ্ড


বাইশ সালের একেবারে শেষের দিকে একটি ভিডিও ভাইরাল হয়েছিল। ভিডিওতে দেখা গিয়েছিল স্ট্রেচারে করে রোগীকে আনা হয়েছিল লিফটের সামনে। দরজা খুলে তাঁকে লিফটে তোলা হবে, নেওয়া হবে অন্য কোনও ফ্লোরে। এরপরেই ভয়াবহ দৃশ্য ! স্ট্রেচার সমেত রোগী লিফটে ঢোকানোর পরেই ঘটে যায় বিপত্তি। স্ট্রেচার অর্ধেক ঢোকানো অবস্থাতেই লিফট নিচে নেমে গিয়েছিল সেদিন। এহেন ঘটনায় ঘাবড়ে গিয়েছেন লিফটে উপস্থিত থাকা চিকিৎসকও।