ঝিলম করঞ্জাই, কলকাতা: মল্লিকবাজারের ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেসে (Institute Of Neuro Sciences), অ্যালঝাইমার্স (alzheimer's) নিয়ে আয়োজন করা হয়েছে এক কর্মশালার। এই রোগ চিহ্নিত করার ক্ষেত্রে সচেতনতা কীভাবে বাড়ানো যায়, মিউজিক থেরাপিতে (Music Therapy) অ্যালঝাইমার্স আক্রান্তকরা কীভাবে উপকৃত হতে পারেন, সবই হাতে-কলমে দেখানো হচ্ছে এখানে। 


অ্যালঝাইমার্স-কর্মশালা


এখনই কিছু ভাবছেন, পরক্ষণেই ভুলে যাচ্ছেন। বাজার-দোকানে গিয়ে, কিছু না কিছু কিনতে, বেমালুম ভুলে যাচ্ছেন। এসব অ্যালঝাইমার্সের উপসর্গ হতেই পারে। আর সঠিক সময় চিহ্নিত না হলে, এই রোগ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তাই চিকিৎসকরা বলছেন, অ্যালঝাইমার্স সঠিক সময়ে ধরা পড়াটা খুব জরুরি। 


বুধবার বিশ্ব অ্যালঝাইমার্স দিবস (World Alzheimer's Day) উপলক্ষ্যে, মল্লিকবাজারের ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেসে আয়োজন করা হয়েছে দু’দিনব্যাপী কর্মশালার। সেখানে অ্যালঝাইমার্স নিয়ে সচেতনতা তৈরির ওপর জোর দেওয়া হয়। যাতে এই রোগ সঠিক সময়ে চিহ্নিত করা সম্ভব হয়।


স্নায়ুরোগ বিশেষজ্ঞ ঋষিকেশ কুমার বলেন, 'এই রোগ অনেক সময়েই নজর এড়িয়ে যায়।' কিন্তু তা সনাক্ত করে থেরাপি প্রয়োজন। মিউজিক থেরাপিতে কীভাবে অ্যালঝাইমার্স আক্রান্তরা উপকৃত হতে পারেন, তা-ও দেখানো হয় এই কর্মশালায়। 


স্নায়ুরোগ বিশেষজ্ঞ সিদ্ধার্থ আনন্দ বলেন, 'মিউজিক থেরাপি করে অ্যালঝাইমার্স রোগীরা অনেকক্ষেত্রেই উপকার পান।'


গুরগাঁওয়ের ন্যাশনাল ব্রেন রিসার্চ সেন্টারের তথ্য বলছে, ২০২৫-এর মধ্যে, গোটা ভারতে অ্যালঝাইমার্স রোগটি ভয়াবহ আকার ধারণ করতে চলেছে। এই প্রেক্ষাপটে অ্যালঝাইমার্স নিয়ে সচেতনতা তৈরির ওপরই, বারবার জোর দিচ্ছেন চিকিৎসকরা।


আরও পড়ুন: Fatty Liver : ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছেন, অথচ মন বলে খাই-খাই? পুজোয় ভুলেও ভাঙবেন না এই নিয়ম


কম বয়সে অ্যালঝাইমার্স সমস্যার লক্ষণ


বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কম বয়সে অ্যালঝাইমার্স বা স্মৃতিভ্রংশের সমস্যায় বেশিরভাগ মানুষই নজর দেন না। এর অন্যতম কারণ, এই সময়ে মানসিক স্বাস্থ্য নিয়ে খুব বেশি জানাও থাকে না। অবসাদ, উদ্বেগজনিত সমস্যার সঙ্গে স্মৃতিভ্রংশের সমস্যার পার্থক্য করতে পারেন না তাঁরা। তাই এই বিষয়ে অনেক বেশি সচেতনতার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন তাঁরা।


এটি এমন একটি স্নায়বিক সমস্যা যেখানে মস্তিষ্ক ক্রমশ ছোট (shrink) হতে থাকে, মৃত্যু হতে থাকে মস্তিষ্কের কোষের। এর ফলে বাড়তে থাকে স্মৃতিভ্রম, ভুলে যাওয়ার সমস্যা। যার ফলে ভয়াবহ প্রভাব পড়ে আক্রান্ত ব্যক্তির ব্যক্তিগত এবং সামাজিক জীবনে। বিভিন্ন সমীক্ষা ও গবেষণায় উঠে এসেছে যে পুরুষদের তুলনায় মহিলারা অনেক বেশি পরিমাণে অ্য়ালঝেইমার্সে আক্রান্ত হন।