কলকাতাঃ এসএসসি নিয়োগ দুর্নীতিতে (SSC Scam) ক্যামাকস্ট্রিটে তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) অফিসের সামনে বিক্ষোভ টেট উত্তীর্ণদের।বিক্ষোভকারীদের দাবি, এসএসসি-র চাকরিপ্রার্থীদের মতো তাঁদেরকেও কথা বলার সুযোগ দিতে হবে। শুক্রবার থেকেই অভিষেকের অফিসের বাইরে অবস্থান বিক্ষোভে ২০১৪-র প্রাথমিকের টেট (TET) উত্তীর্ণরা। দাবি পূরণ না হওয়া অবধি অভিষেকের অফিসের সামনে ধর্না অবস্থান চলবে, সাফ জানিয়েছেন তাঁরা। এহেন পরিস্থিতিতেই বাম-বিজেপি-কংগ্রেসকে তোপ দেগে মুখ খুললেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)।
নিয়োগের জট খোলার চেষ্টা করছেন অভিষেক, দোষীদের শাস্তি হোক : কুণাল ঘোষ
কুণাল এদিন বলেন, 'সিপিএম জমানায় একের পর এক মিটিং, আলিমুদ্দিন স্ট্রিটে হয়নি ? এরপরে তিনি ফেরেন কংগ্রেসে। বলেন কংগ্রেসের এটা তো এটা অভিযোগই ছিল, মনমোহন সিং সরকারের একটা সিদ্ধান্ত নেন, আর রাহুল গান্ধী ১০ নং জনপথ থেকে সোনিয়াজির বাড়ি থেকে প্যারালাল সরকার চলে।এরা বড় বড় কথা বলছে। এরপরেই তিনি টেনে বলেন, হ্যাঁ ভূল হয়েছে। যাদের উপর দায়িত্ব ছিল, তাঁরা অনেকেই দায়িত্ব পালন করেননি। তার একটা পার্ট, তদন্তের পার্ট। সেটা তদন্ত চলছে দোষীদের শাস্তি হোক। কিন্তু তা বলে যারা কর্ম প্রার্থী, তাঁদের ওয়ে আউটাও তো একটা বের করতে হবে। অভিষেক সেই চেষ্টাটা করছেন। তো সেখানে বিজেপিদের গায়ে লাগছে বলে খোঁচা দেন কুণাল। তিনি পাল্টা মনে করান, নরেন্দ্র মোদি বছরে ২ কোটি চাকরির কথা বলেছিলেন ৮ বছর আগে। সেই হিসেবে হলে এখন ১৬ কোটি চাকরি হওয়া কথা বলে প্রশ্ন ছোড়েন কুণাল।
আরও পড়ুন, মমতার সিদ্ধান্ত ঠিক : পার্থ, কী প্রতিক্রিয়া রাহুলের ?
সবাই একসঙ্গে কীকরে মিটিং সম্ভব ? : কুণাল ঘোষ
এরপর তিনি বলেন, 'কালকে কী হল ! বিভিন্ন জায়গা থেকে এসে বললেন আমরা এখুনি দেখা করতে চাই। লোকে বুঝতে পারছেন না, এটা সম্ভব ? পূর্ব নির্ধারিত অ্যাপয়েনমেন্টে মিটিং চলছে। এই নিয়োগের প্রসেস যথেষ্ট জটিল। এবং এখন যেসব জট বেধে আছে, সেগুলি খুবই গুরুত্বপূর্ণ। অভিষেক সেগুলি বোঝার চেষ্টা করছেন , শিক্ষামন্ত্রী কথা বলছেন। এরপরেই বলেন, বিভিন্ন জেলার বিভিন্ন ইস্যু, তাহলে সবাই একসঙ্গে কীকরে মিটিং সম্ভব ? তাই অভিষেক বলেছেন, যার যার দেখা করার আছে, তাঁরা চিঠি দিয়ে যান। অভিষেক ইথিমধ্যেই শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, তিনি তাঁদের সঙ্গে কথা বলবেন। এবং ফিডব্যাক নিয়ে পরবর্তীকালে এর ফলোআফ করবেন। তা সত্ত্বেও আপনারা বসে আছেন !'