কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ইস্যুতে ইতিমধ্যেই উঠে আসছে একের পর এক নতুন চরিত্র। ইতিমধ্যেই অভিনেতা বনি সেনগুপ্তকে (Bony Sengupta) জিজ্ঞাসাবাদ করেছে ইডি (ED)। ইডি-র দাবি অনুযায়ী কুন্তল ঘোষের সঙ্গে বনি সেনগুপ্তর আর্থিক লেনদেনের একটা তথ্য পাওয়া গিয়েছে। আর সেই ইস্যুতেই এবিপি-র কাছে একান্ত সাক্ষাৎকার দিলেন বনির মা (Bony Mother)। 

Continues below advertisement

বনির মা বলেন, '২০১৭ সালে কুন্তল ঘোষের সঙ্গে আমাদের যোগাযোগ হয়। তখন বনিকে দিয়ে ছবি করাবেন বলে, কুন্তল ঘোষ একজন প্রোডিউসার হিসেবে এসেছিলেন।' এরপরে দুটি ছবির অ্যাডভান্সের প্রসঙ্গ উঠতেই বনি মায়ের কথায়, 'টাকাটা আমাদের হোয়াইটে দিতে হবে।'নিয়োগ দুর্নীতিতে এবার ইডির নজরে অভিনেতা বনি সেনগুপ্ত। ধৃত যুব তৃণমূল নেতা কুন্তলের সঙ্গে লেনদেনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সেই সূত্রেই ইডির জিজ্ঞাসাবাদ। কুন্তল-যোগের অভিযোগে ইতিমধ্যেই এবিপি-কে এক্সক্লুসিভ ইন্টারভিউতে বনি সেনগুপ্ত জানিয়েছেন,'মিডলম্যানের মাধ্যমে আলাপ হয়েছিল কুন্তলের সঙ্গে, পরে পরিবারের মতো সম্পর্ক। বিশ্বাস করেছিলাম, কুন্তলের ছেলে-মেয়ের জন্মদিনেও গিয়েছিলাম। কুন্তল বলেছিলেন ইভেন্ট করেন, ২০-২৫টি ইভেন্ট করেছিলাম।' 

আরও পড়ুন, 'বিজেপি না ছাড়লে শুভেন্দুর মতই এজেন্সি থেকে দূরে থাকতেন বনি', বিস্ফোরক দেবাংশু

Continues below advertisement

তাঁর কথায়, 'পুজোর উদ্বোধন, স্টেজে পারফরম্যান্স করেছিলাম। ২টি সিনেমার অগ্রিম বাবদ প্রায় ৪০ লক্ষ টাকা পেয়েছিলাম, দাবি বনির।  কুন্তলের অ্যাকাউন্ট থেকে গাড়ি কেনার জন্য ৪০ লক্ষ টাকা এসেছিল' বলে জানান তিনি। বনি আরও বলেন, ২০১৭-য় গাড়ি কেনার পরিকল্পনা, তখনই কুন্তলের সঙ্গে আলাপ হয়। এরপরেই তিনি সদ্য নাম উঠে আসা কুন্তল ঘনিষ্ঠ সোমা চক্রবর্তীর নাম নিয়ে বলেন, সোমার পার্লারে কৌশানি গিয়েছিল কুন্তলের পরিচিতের মাধ্যমে। কুন্তলের ইভেন্টের ছবি-ভিডিও আছে। দরকারে ইডিকে দেব।'

এদিকে কুন্তল ঘনিষ্ঠ এই সোমার নামও সদ্য প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, তারও ২০১৭ সাল থেকে কুন্তলের সঙ্গে পরিচয়, তারপর বন্ধুত্ব। এবং সেলুন ব্যবসার জন্য তিনি ব্যাঙ্কের কাছে না গিয়ে কুন্তলের থেকে টাকা ধার নিয়েছিলেন।ইডি সূত্রে খবর, সোমার অ্যাকাউন্টে যখন টাকাটা এসেছে, বিভিন্ন কিস্তিতে এসেছে। এবং সোমার অ্যাকাউন্ট কিছুদিন থাকার পরে আরও একাধিক অ্যাকাউন্টে ছড়িয়ে গিয়েছে। এই তথ্যের ব্যাক্ষা দিতে গিয়ে সোমা বলেন, আমি বিজনেস করি, তো ব্যবসা সূত্রে অনেক অ্যাকাউন্টেই ওটা ডিস্ট্রিবিউট হয়। আমার ইনভেস্টমেন্ট পারপাসেই ওটা ইউজ হয়েছে।