পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : খাস কলকাতায় মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১। ধৃতের ৮ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ। ধৃত গার্ডেনরিচের বাসিন্দা আলতাফ আলম, এখনও অধরা ২ জন। EM বাইপাস থেকে মহিলাকে জোর করে গাড়িতে তোলার অভিযোগ। গাড়িতে তুলে মাদক খাইয়ে শ্লীলতাহানির অভিযোগ। রাস্তা থেকে মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। ন্য়াশনাল মেডিক্য়ালে ভর্তি অভিযোগকারিণী। ৩ যুবকের বিরুদ্ধে অভিযোগ মহিলার, গ্রেফতার ১, অধরা ২। অভিযুক্তদের মধ্যে একজন মহিলার পূর্ব পরিচিত, খবর পুলিশ সূত্রে।
আলতাফকে আজ আলিপুর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চেয়েছিল পুলিশ। সেই মতোই আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত ধৃতকে নিজেদের হেফাজতে পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা। পুলিশ জানিয়েছে, সেদিন কী ঘটেছিল তা আরও বিশদে জানার প্রয়োজন রয়েছে এবং তার জন্যই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হবে। ঘটনার পুনর্নিমাণ করতে পারে পুলিশ, এমনটাও শোনা গিয়েছে। যে ২ অভিযুক্ত অধরা রয়েছে, তাদের খোঁজে জোরকদমে চলছে তল্লাশি।
জানা গিয়েছে, মাস তিনেক আগে ধৃত আলতাফের সঙ্গে পরিচয় হয়েছিল অভিযোগকারিণীর। গত শুক্রবার ইএম বাইপাসের পাশে বাস ধরার জন্য দাঁড়িয়েছিলেন তরুণী। সেই সময় তাঁকে অপহরণ করা হয় বলে অভিযোগ। এরপর গাড়ির ভিতরে জোর করে তাঁকে মাদক সেবন করানো হয় বলেও অভিযোগ উঠেছে। আর তারপর মহিলার শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। জানা গিয়েছে, অভিযুক্ত আলতাফ আলম একজন লোনের এজেন্ট। তরুণীর অভিযোগ ঘটনার দিন, এক বন্ধুর গাড়ি নিয়ে আসেন আলতাফ। গাড়িতে ছিলেন মোট ৩ জন। পুলিশ সূত্রে খবর, আলতাফ লোন করিয়ে দেবেন বলে তরুণীর থেকে প্রসেসিং ফি বাবদ টাকা নিয়েছিলেন। এরপর লোন না পাওয়ায় টাকা ফেরত চান তরুণী। এই নিয়েই গত শুক্রবার কথা হচ্ছিল আলতাফ এবং তাঁর।
সেই সময় আলতাফ জানতে চায় তরুণী কোথায় রয়েছে? বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছেন বলে জানান তরুণী। এরপরই বন্ধুর গাড়ি নিয়ে সেখানে হাজির হয় আলতাফ। সঙ্গে ছিল তার আরও ২ বন্ধু। অভিযোগ, জোর করে গাড়িতে তোলা হয় তরুণীকে। এরপর জোর করে তাঁকে মাদক খাওয়ানোর অভিযোগও উঠেছে। তারপর তরুণীর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। সরকারি আইনজীবী জানিয়েছেন, তরুণীকে কোথা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, কী খাওয়ানো হয়েছিল, পুরো ঘটনা কীভাবে ঘটেছিল - সবটাই খতিয়ে দেখে তদন্ত করা হবে।