কলকাতা: 'রাজনীতির নামে বান্ধবীর নামে ফ্ল্যাট-গয়না, এমন দুর্নীতির সিন টিভিতে কম দেখা যায়', জহর সরকারের (Jawhar Sircar) এই বিস্ফোরক মন্তব্য ইতিমধ্যেই প্রকাশ্যে আসতেই আলোড়ন সৃষ্টি করেছে।  এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে দুর্নীতি ইস্যুতে জহর সরকারের এই মন্তব্যের পরেই তোপ দেগেছেন সৌগত রায়। বলেছেন, ‘উনি চাইলে সাংসদ পদ ছেড়ে দিন, আমরা অন্য কাউকে উপ নির্বাচনে জেতাব।' আর এহেন বিতর্কের ঝড়েই মাঝেই টুইট করলেন টুইট করলেন বিজেপির আইটি শাখার প্রধান অমিত মালব্য (Amit Malviya)।


এদিন টুইট করে অমিত মালব্য বলেন, 'পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে টাকা উদ্ধারের পর, যখন রাজ্যসভার তৃণমূল সাংসদ জহর সরকারের মতো একজন বিরক্ত হন, তখন পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এটা কতটা খারাপ হবে, একবার ভেবে দেখুন। তৃণমূল সাংসদের পরিবারও চায়, তিনি চোর পার্টি তৃণমূল ছেড়ে দিক।' প্রসঙ্গত, এদিন, এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে দুর্নীতি ইস্যুতে জহর সরকার বলেন,' এ বছর গোড়ার দিকেও একটা গর্বের দিক ছিল যে,  মোদির শক্তির সঙ্গে লড়াই করতে পারে যে, তার প্রতিনিধি আমি। পার্লামেন্টে বুকের ছাতি ফুলিয়ে ঘুরতাম। এখনও ঘুরতে পারি। তবে, একটা কমপ্লেক্স লাগে। লোকে যেভাবে দেখে, টিপ্পনি কাটে, খারাপ লাগে। মধ্যবিত্ত বাড়িতে বড় হয়েছি তো! '






এবিপি আনন্দ-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ' পার্টির মধ্যে আমাদের কথা হয়েছে। আমাদের প্রশ্ন ছিল, আপনারা এসব জানতেন না? অনেকে বলেছেন, আমরা বিষয়টি জানতাম না! পার্টির মধ্যে বেশি থাকি না। বেশি ডাকেও না। বলে শুধু বক্তব্যের জন্য। সেখানেও চেপে দেওয়ার একটা চেষ্টা করে! আমি নিজে প্রতি মাসে চিন্তা করি যে, ছেড়ে দিতে পারি। কিন্তু, ছেড়ে দিলে কি উপকার হবে? টাকার জন্য তো আমি রাজনীতিতে আসিনি, আত্মসম্মান যদি না রাখতে পারি, ছেড়ে দেব', আর তৃণমূল সাংসদের এই বক্তব্যের পরই বিতর্কের ঝড় উঠেছে। 


আরও পড়ুন,কলেজে ঢুকে অধ্যাপকদের টেবিল চাপড়ে হুমকি টিএমসিপি নেতার, কী বললেন দেবাংশু ?


অপরদিকে এদিন জহর ইস্যুতে সৌগত রায় বলেন, ‘জহর সরকারের মতো স্বার্থপর আমলা দেখিনি । সাংসদ হওয়ার আগে একদিনও মিছিলে হাঁটেননি, উনি কোনও আত্মত্যাগ করেননি। জহর সরকার একজন তৃণমূল কর্মীরও উপকার করেননি উনি ', তৃণমূলের রাজ্যসভার সাংসদকে এদিন এভাবেই কটাক্ষ করে বললেন সৌগত রায়।