কলকাতা: রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শুভেন্দু-দিলীপ দ্বন্দ্বের মধ্যেই রাজ্যে এলেন অমিত শাহ। কলকাতা বিমানবন্দরে অমিত শাহের গাড়িতেই শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার (Suvendu Adhikari and Sukanta Majumdar)। কলকাতা বিমানবন্দর থেকে সোজা গেলেন মুরলীধর সেন লেনে বিজেপির পার্টি অফিসে। বঙ্গ-বিজেপির নেতাদের সঙ্গে মুরলীধর সেন লেনে আধ ঘণ্টা বৈঠক অমিত শাহের। অমিত শাহ আসার আগে মুরলীধর সেন লেনে পৌঁছন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।


দিলীপ ঘোষ বলেন, 'এখন আইন শৃঙ্খলা সমস্যা-সহ একাধিক সমস্যা দুর্নীতি যা চলছে, সে বিষয়ে আমাদের কার্যকর্তারা বললেন। এবং আমাদের কর্মীদের মনের অবস্থাটা কী আছে, সমাজ কী ভাবছে, এবং ক্ষমতাশীল পার্টির কী পরিস্থিতি আছে, সে ব্যাপারে খোঁজ খবর নেওয়া হয়েছে। পঞ্চায়েতের প্রস্তুতি কী চলছে, সেটা আমাদের রাজ্যের পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে ওনাকে জানালেন।' পঞ্চায়েত ভোটে, শাহ-র বঙ্গ বিজেপির জন্য কী টোটকা প্রশ্নের উত্তরে, দিলীপ ঘোষ বলেন, 'আমাদের যারা কর্মী , আমাদের যারা সাপোর্টার, তারা একইরকম আছেন। কত তাড়াতাড়ি তাঁদের কাছে পৌঁছানো যায়, সেই ব্যবস্থা করুন।' প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের আগে গত বেশ কিছুদিন ধরে শুভেন্দু অধিকারী ডিসেম্বর-ডেডলাইন নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। তারপর তাঁর দিনক্ষণ ঘোষণা ও পরে তাতে বদল নিয়ে কম জল্পনা হয়নি। যার মাঝেই প্রকাশ্যে এসে পড়ে দিলীপ ঘোষের সঙ্গে তাঁর মতপার্থক্যও। 


আরও পড়ুন, 'চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী', বেসরকারি বাসের ভাড়া বৃদ্ধির পক্ষে পরিবহণমন্ত্রী


এসবের মাঝে আবার আসানসোলে শুভেন্দুর কম্বল বিলি অনুষ্ঠানের শেষে তিনজনের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় আপাতত রাজ্য তোলপাড়। এর মাঝেই বাঁকুড়ার সভা থেকে শুভেন্দু কী বার্তা দেন, সেদিকেই নজর ছিল সকলের। সভা থেকে শুভেন্দু বলেছেন,  'ডবল ইঞ্জিন সরকার চাই। ডবল ইঞ্জিন সরকার না হলে বাংলায় উন্নয়ন হবে না'। প্রসঙ্গত, বিধানসভা ভোটের প্রাক্কালে নরেন্দ্র মোদি-অমিত শাহ- সহ কেন্দ্রের শীর্ষ বিজেপি নেতাদের পাশাপাশি রাজ্যের গেরুয়া শিবিরের সমস্ত নেতাই কেন্দ্র ও রাজ্যে বিজেপি সরকার আনার পক্ষে সওয়াল করে 'ডবল ইঞ্জিন' সরকারের কথা বলেছিলেন। যদিও ভোটের ফলে তাঁদের যে প্রত্যাশা মুখ থুবড়ে পড়ে। কিন্তু নিয়োগদুর্নীতি থেকে আবাস যোজনায় দুর্নীতি, কাটমানি সহ একাধিক ইস্যুতে রাজ্যের শাসকদলের ওপর আক্রমণ বজায় রেখেছে বিজেপি শিবির। যে প্রসঙ্গ টেনেই রাজ্য বিধানসভার বিরোধী দলনেতার বার্তা, 'পঞ্চায়েত ভোটের আগে কাটমানিমুক্ত পরিষেবা চাই। দুর্নীতিমুক্ত আবাস যোজনা চাই'।