কলকাতা: SIR আবহে তপ্ত পরিস্থিতির মধ্যেই ফের রাজ্যে এলেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী।কলকাতায় পৌঁছেই বাগুইআটির শুনানি কেন্দ্রে যান তিনি। জ্ঞানেশ ভারতী শুনানি কেন্দ্র থেকে যান CEO দফতরে ডেপুটি নির্বাচন কমিশনার এবং জেলাশাসকদের সঙ্গে শুনানি নিয়ে করেন বৈঠক । শুনানির সঙ্গে এবার বহুতলে ভোটকেন্দ্র করার দিকেও নজর রয়েছে বলে খবর।
আরও পড়ুন, আরও পড়ুন, 'শুনানির তারিখ মিস হলে ফের কি ডাক পাওয়া যাবে ?.. ', CEO দফতরে তৃণমূলের প্রতিনিধিদল
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)