কলকাতা: ভবানীপুরের বিদ্যাসাগর কলোনিতে ছাত্রীর রহস্যমৃত্যু। বাড়ির ওয়ারড্রব থেকে উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ। বাড়িতে ছাত্রীর ওপর অত্যাচার চলত, অভিযোগ প্রতিবেশীদের। কীভাবে মৃত্যু স্কুলছাত্রীর? ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ।
আরও পড়ুন, দক্ষিণ ২৪ পরগনায় TMC-র বিক্ষোভের মুখে শুভেন্দু, এবার পুলিশে অভিযোগ দায়ের বিরোধী দলনেতার
একদিকে আজ কালী পুজো, আর ভরা উৎসবের মরশুমেই এল মর্মান্তিক খবর। ইতিমধ্যেই এই ঘটনায় শোকস্তব্ধ ভবানীপুরের বিদ্যাসাগর কলোনির বাসিন্দারা। ঠিক কী হয়েছিল, তা এখনও সামনে আসেনি। কীভাবে ওই ওয়ারড্রবে দেহ গেল, বা কীভাবে প্রকৃতই ওই ছাত্রীর মৃত্যু হয়েছিল, তা এখনও অজানা। পুরনো কোনও হিংসার ঘটনা এর সঙ্গে জড়িয়ে আছে কিনা, সে বিষয়েও কোনও স্পষ্ট ধারণা সামনে উঠে আসেনি। আশা করা হচ্ছে, ময়না তদন্তের পরেই প্রকৃত সত্য সামনে বেরিয়ে আসবে।
পুজোর মাঝে আরও একটি মর্মান্তিক ঘটনা প্রকাশ্যে এসেছিল। অশোকনগরে দশমীর ভোরে উদ্ধার হয়েছিল প্রাক্তন সেনাকর্মীর মেয়ের ক্ষতবিক্ষত দেহ! পুজো মণ্ডপের খানিক দূরেই দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য় ছড়িয়েছিল যশোর রোডে।অশোকনগরের পাঁচ নম্বর বিটি কলেজের আগেই শুভ জাগ্রত ক্লাবের দুর্গাপুজো। ভোরবেলা যশোর রোডের ধারে ক্ষতবিক্ষত এক তরুণীর মৃতদেহ পড়ে থাকতে দেখেছিলেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গেই হাবড়া এবং অশোকনগর থানার পুলিশ ঘটনাস্থলে এসেছিল। মৃতদেহ উদ্ধার করে অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।তবে দুর্ঘটনা না কি অন্য কোন কারণে মৃত্যু তা নিয়ে ধন্ধে ছিল পুলিশ।
তরুণীর বুকে এবং পিঠে গভীর ক্ষত রয়েছে। স্থানীয় মানুষদের অনুমান বাইকে করে কারো সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছিল তরুণী। সে সময় মর্মান্তিক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। তবে প্রশ্ন একটাই তরুণী কি একাই ছিলেন নাকি তার সঙ্গে অন্য কেউ ছিল। আর যদি সঙ্গী থেকেই থাকে তাহলে তিনি কেন পালিয়ে গেলেন। মৃতার কাছ থেকে মোবাইল বা পার্স ব্যাগ কিছুই পাওয়া যায়নি।এ নিয়েও প্রশ্ন উঠেছিল তরুণী একা থাকলে তার মোবাইল বা পার্স ব্যাগ কেন ছিল না!ঘটনায় দশমীর সকালেই চাঞ্চল্য দেখা দিয়েছে অশোকনগর ৫ নং বিটি কলেজ এলাকায়। তদন্ত শুরু করে অশোকনগর থানার পুলিশ।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)