কলকাতা: বুথ কমিটি তৈরি নিয়ে বিবাদ, বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। উত্তপ্ত টেকনোসিটি থানা এলাকার চকপাচুরিয়া সর্দার পাড়া। চেয়ার ছোড়াছুড়ি থেকে শুরু করে দু’পক্ষের হাতাহাতি পর্যন্ত চলে বলে অভিযোগ। 'লুকিয়ে বুথ কমিটির বৈঠক হচ্ছে', অভিযোগ বিজেপির এক গোষ্ঠীর। এই প্রশ্ন তুলতেই দু’পক্ষের মধ্যে তুলকালাম শুরু হয়।তবে এই ঘটনায় টেকনোসিটি থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি।

আরও পড়ুন, ২৬-র ভোটের আগে বাংলায় নতুন ভোটার তালিকা? পড়শি রাজ্য বিহারে কমিশনের নির্দেশের পরই তুঙ্গে জল্পনা

চলতি মাসেই উত্তর ২৪ পরগনার অশোকনগরে প্রকাশ্যে চলে এসেছিল বিজেপির গোষ্ঠী কোন্দল। অভিযোগ, দু'পক্ষের মারপিটে গুরুতর জখম হয়েছিলেন একজন বিজেপি কর্মী। মাথায় আঘাত নিয়ে বারাসাত হাসপাতালে ভর্তি হয়েছিলেন একজন। অশোকনগর থানায় অভিযোগ দায়ের করেছিল দু'পক্ষই। গেরুয়া শিবিরের কোন্দল প্রকাশ্যে আসতেই তীব্র কটাক্ষ করেছিল তৃণমূল। কারও মাথা ফেটে গলগল করে রক্ত পড়ছিল, দলের পতাকা দিয়েই ঢাকা হচ্ছিল সেই ক্ষতস্থান। কারও আবার মাথার ক্ষতস্থানে জল ঢালা হচ্ছিল। ঘরময়ে ছড়িয়ে ছিটিয়ে ছিল ভাঙা চেয়ার টেবিল। একনজরে দেখলে মনে হবে ঝড় বয়ে গিয়েছিল ঘরের উপর দিয়ে। বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বে ধুন্ধুমার এই ঘরেই অশোকনগর তিন নম্বর মণ্ডলের ষাটটি বুথের কর্মীদের নিয়ে বুথ সশক্তিকরণের সভা হচ্ছিল। উপস্থিত ছিলেন জেলা সভাপতি রাজীব পোদ্দার। তাঁর সামনেই তুলকালাম কাণ্ড বেধে গিয়েছিল।

বচসা, হাতাহাতি , গড়ায় মারপিটে অভিযোগ, বিজেপি কর্মীদের মারে রক্ত ঝরেছিল বিজেপি কর্মীদেরই একাংশের। আক্রান্ত বিজেপি কর্মী বলেছিলেন, যে মণ্ডল সভাপতি হয়েছে অশোকনগরে, তাঁর সাঙ্গপাঙ্গরা, ৭জন, ১০জন , যারা ছিল, তারা সবাই আমাদের মারধর করে।  বুকে প্রচন্ড লেগেছে, মাথা ফুলে গেছে, হাত নাড়াতে পারছি না। আমরা পুরনো বুথ কর্মী, পুরনো কর্মীদের বাদ দিয়ে নতুন কর্মী ঢুকিয়েছে, সব তৃণমূলের দালালদের। তার প্রতিবাদ করায় এই পরিস্থিতি। অভিযোগ, দু'পক্ষের মারপিটে বেশ কয়েকজন আহত হন। মাথায় গুরুতর আঘাত নিয়ে একজন বারাসাত হাসপাতালে ভর্তি হয়েছিল।  

হাবড়া ২ পঞ্চায়েত সমিতি তৃণমূল নেতা ও কর্মাধ্যক্ষ  প্রবীর মজুমদার বলেছিলেন,' একটা পার্টি কোনও নিয়ম শৃঙ্খলা নেই। এমনভাবে মারামারি করছে, এর গেঞ্জি ছেঁড়া, ওর মাথায় লেগেছে, চেয়ার ভাঙছে, টেবিল ভাঙছে, একটা অদ্ভুত পরিস্থিতি। ভারতীয় জন পার্টির নেতাদের বলব, আপনারা মিটিং করার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের সহযোগিতা নেবেন। পুলিশ পোস্টিং রেখে আপনারা মিটিং করুন। 'অশোকনগর থানায় অভিযোগ দায়ের করেছে দু'পক্ষই।