কলকাতা: ডেপুটি মেয়রের ওয়ার্ডে ডেঙ্গি আক্রান্তের মৃত্যু, প্রতিবাদে বিধান সরণিতে পথ অবরোধ বিজেপির। কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের ওয়ার্ডে শিশুকন্যার মৃত্যুতে বিক্ষোভ হাতিবাগানে। প্রতিবাদীদের হাতে প্ল্যাকার্ডে ফিরহাদের ছবি। পাশে একটা প্রশ্ন, কী সেবা দিলাম ? তার ঠিক নিচেই কটাক্ষ করে লেখা, 'দুয়ারে মশা।' উত্তর কলকাতায় বড়তলায় ৫ বছরের শিশুকন্যার মৃত্যু হয়েছে। বেলেঘাটার ডিভাইন নার্সিংহোম থেকে রেফার করা হয় অ্যাপোলো হাসপাতালে। অ্যাপোলো হাসপাতালে মৃত্যু ৫ বছরের অদৃশা পোদ্দারের। এনএসওয়ান পজিটিভ ছিল শিশুকন্যা।

Continues below advertisement

আরও পড়ুন, 'দেশছাড়া করব অনুপ্রবেশকারীদের', হুঙ্কার প্রধানমন্ত্রীর

Continues below advertisement

বর্ষার পরেও রাজ্যে আতঙ্ক কমেনি ডেঙ্গির। বুধবারই মৃত্য়ু হয়েছে কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষের ওয়ার্ডের বাসিন্দা, ডেঙ্গি আক্রান্ত ৫ বছরের শিশুকন্য়ার। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, রাজ্যে ২ সপ্তাহেরও কম সময়ে নতুন করে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬০০ জন। প্রতিবাদে এদিন পথে নামে বিজেপি। পাল্টা জবাব দিয়েছেন মেয়র। বিদায় নিয়েছে বর্ষা, কিন্তু এখনও দাপট দেখাচ্ছে ডেঙ্গি।বিলায় কলকাতা পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদে সরব হল বিজেপি। গত বুধবার, অ্য়াপোলো হাসপাতালে মৃত্য়ু হয় কলকাতা পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের বড়তলার বাসিন্দা, ডেঙ্গি আক্রান্ত ৫ বছরের শিশুকন্য়ার। সূত্রের খবর, বেশ কিছু দিন ধরেই জ্বরে আক্রান্ত ছিল শিশুটি। প্রথমে তাঁকে উত্তর কলকাতার ডিভাইন নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানে ডেঙ্গি NS 1 পজিটিভ ধরা পড়ে। কলকাতা পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অতীন ঘোষ। পাশাপাশি তিনি কলকাতা পুরসভার ডেপুটি মেয়র ও স্বাস্থ্য় বিভাগের মেয়র পারিষদ। তাঁর ওয়ার্ডেই ডেঙ্গি থাবা বসানোয় এদিন হাতিবাগানে ২ নম্বর বরো অফিসের সামনে মশারি খাটিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি।কিছুক্ষণের জন্য করা হয় পথ অবরোধও।শুক্রবারই সামনে এসেছে আরও এক ডেঙ্গি আক্রান্তের মৃত্যুর খবর। মৃতের নাম, প্রদীপ মণ্ডল (৪৯) নিউটাউনের আকন্দকেশরীর বাসিন্দা ওই ব্যক্তি মারা গিয়েছেন বাড়িবেলেঘাটা আইডিতে। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে ২ সপ্তাহেরও কম সময়ে নতুন করে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬০০ জন। ৩ অক্টোবর পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ৯ হাজার ৪০০। ১৬ অক্টোবর পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী তা বেড়ে হয়েছে ১১ হাজার। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যানে দেখা গেছে, রাজ্যের ৬ টি জেলায় বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, হুগলি, কলকাতা, মালদা ও হাওড়ায় বেশি বেড়েছে ডেঙ্গি সংক্রমণ। এই ৬ জেলাতেই গত ১৩ দিনে নতুন করে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৫০০ জন। ৩ থেকে ১৬ অক্টোবরক পর্যন্ত পরিসংখ্যান বলছে, কলকাতায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৯৩। যার মধ্যে নতুন করে আক্রান্ত ১৩০ জন।