কলকাতা: বিজেপির নবান্ন অভিযানের আগে ইঙ্গিতপূর্ণ ট্যুইট তথাগত রায়ের (Tathagata Roy)। উল্লেখ্য, রাজ্যের একাধিক মামলায় ইতিমধ্যেই ইডি-সিবিআই-র (ED-CBI) হাতে ইতিমধ্যেই গ্রেফাতার তৃণমূলের নেতা-মন্ত্রী। পাশাপাশি চিটফান্ডকান্ডে ধৃত রাজু সাহানি ঘনিষ্ঠ বীজপুরের তৃণমূল বিধায়কের বাড়ি ও ফ্ল্যাটে হানা দিয়েছে সিবিআই। হালিশহরের বাড়ি ছাড়াও কলকাতার ৪টি ফ্ল্যাটে চলেছে তল্লাশি। সহায়কের বাড়িতেও দিয়েছে হানা। আর এহেন পরিস্থিতির মধ্যেই বিজেপির উদ্দেশ্যে তাৎপর্য মন্তব্য রাখলেন টুইটে তথাগত রায়।


 প্রসঙ্গত, রাজ্যে একের পর এক ইতিমধ্যেই ইডি-সিবিআই-র হাতে ইতিমধ্যেই গ্রেফাতার তৃণমূলের নেতা-মন্ত্রী। এসএসসি দুর্নীতি মামলা, গরুপাচার মামলা, কয়লাপাচার মামলা, আইকোর মামলা, নারদ মামলা, বগটুই মামলায় নাম জড়িয়েছে তৃণমূলের হেভিওয়েটদের। এসএসসি দুর্নীতি মামলায় সদ্য গ্রেফতার হয়ে জেলে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গরুপাচার মামলায় ধৃত তৃণমূলের আরেক হেভিওয়েট নেতা অনুব্রত মন্ডল। এহেন একের পর এক গ্রেফতারে চাপ বাড়ছে তৃণমূলের অন্দরে বলেই চাপানউতোর রাজনৈতিক মহলে। তবে এই ঘটনায় 'তৃণমূলের মুখ চুন' হলেও 'বিজেপি ক্ষমতায় আসা নিয়ে সুচিন্তিত পরিকল্পনার' কথা বললেন তথাগত রায়। টুইটে তিনি বলেন, 'ইডি ও সিবিআই চুরি ধরবে, তৃণমূলের মুখ চুন হবে ঠিকই। কিন্তু বিজেপি ক্ষমতায় আসবে পারবে তখনই, যখন, তাঁরা একটি সুচিন্তিত পরিকল্পনার মাধ্যমে রাজ্যবাসীকে একটি ভবিষ্যতের চেহারা দেখাতে পারবে। সেই সঙ্গে সংগঠনের দিশেহারা অবস্থাও কাটিয়ে উঠতে হবে। নচেৎ এই রাজ্যের কপালে আছে চরম অরাজকতা।'






আরও পড়ুন, 'নাসিরুদ্দীন, শাবানা, জাভেদরা টুকরে টুকরে গ্যাং-র সদস্য', বিস্ফোরক বিজেপি মন্ত্রী


অপরদিকে, বিজেপির নবান্ন অভিযান হবে ১৩ সেপ্টেম্বর। মূলত প্রথমে চলতিমাসের প্রথম সপ্তাহে ৭ সেপ্টেম্বরই হওয়া করা ছিল। তবে তা পরে পিছিয়ে ১৩ সেপ্টেম্বর করা হয়।দলীয় নেতৃত্বের একাংশের বক্তব্য, ৬, ৭ ও ৮ সেপ্টেম্বর, এই তিন দিন ধরে করম পুজো চলবে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ার মতো জেলাগুলিতে।তাহলে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, জলপাইগুড়ি, বিশেষত  যেখানে জঙ্গলমহল বা উত্তরবঙ্গের যেখানে বিজেপির শক্তিশালী সংগঠন রয়েছে, সেই সমস্ত অঞ্চলের মানুষেরা এই কর্মসূচিতে অংশ নিতে পারবে না।  সেই কথা মাথায় রেখেই নবান্ন অভিযানের দিন বদল।