প্রকাশ সিন্হা, কলকাতা:  গরুপাচার মামলায় (Cattle Scam) এবার (Anubrata Mandal) অনুব্রত- ঘনিষ্ঠ ব্যবসায়ী ও শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের কর্ণধার মলয় পিটকে তলব করল সিবিআই (CBI) । আজ সকাল ১১টায় বোলপুরে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প অফিসে হাজিরা দিতে বলা হয়েছে। সিবিআই সূত্রে দাবি, ১২টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ মিলেছে। যেগুলির মাধ্যমে বিপুল অর্থ নয়ছয় হয়েছে। ব্যাঙ্ক কর্মীদের জিজ্ঞাসাবাদে মিলেছে তথ্য, দাবি সিবিআই সূত্রে। সিবিআই সূত্রে খবর, এই তথ্য সামনে রেখেই অনুব্রত ঘনিষ্ঠ মলয় পিটকে জিজ্ঞাসাবাদ করতে চান কেন্দ্রীয় গোয়েন্দারা। 


গরুপাচার মামলায় আগেই গ্রেফতার হয়েছেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত। তিনি এবং তাঁর দেহরক্ষী সায়গল হোসেন, একই মামলায় জেলে রয়েছেন দু'জনই।  জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন অনুব্রত-কন্যা সুকন্য়াও।  সিবিআই সূত্রের খবর, সম্পত্তি সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে তাঁর সঙ্গে কথা বলেন অফিসাররা। গত ১১ অগাস্ট, বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রতকে গ্রেফতার করে সিবিআইI। সিবিআই সূত্রে দাবি, এরপর তদন্ত করে অনুব্রত মণ্ডল, তাঁর পরিবার এবং ঘনিষ্ঠদের নামে প্রচুর সম্পত্তির হদিশ মিলেছে। এ নিয়ে কথা বলতে, গত ১৭ অগাস্টও সুকন্যা মণ্ডলের সঙ্গে কথা বলতে বোলপুরের নিচুপট্টিতে পৌঁছয় সিবিআই। তবে সেদিন সিবিআই অফিসারদের সঙ্গে কথা বলতে চাননি অনুব্রত-কন্যা। তবে পরে হাজিরা দেন, এবং মুখোমুখি হন তিনি।সুকন্যা পেশায় স্কুল শিক্ষিকা। ওই চাকরি করে ৫ কোটি টাকার সম্পত্তি কেনার অর্থ কোথা থেকে পেলেন, তাঁকে জিজ্ঞাসা করেন গোয়েন্দারা। 


আরও পড়ুন,  'একই লোক, তাঁর কী মহৎ গুণ', সুবীরেশ গ্রেফতারে বিস্ফোরক সৌগত রায়


প্রসঙ্গত, রাজ্যের একাধিক মামলার মধ্যে এই মুহূর্তে শিরোনামে গরুপাচার মামলা। আর সেই মামলায় গ্রেফতার হয়ে জেলে গিয়েছেন অনুব্রত মণ্ডল। যা নিয়ে তোলপাড় গোটা বাংলা। বীরভূমের বোলপুরে একের পর এক তার সম্পত্তি, রাইস মিল ঘিরে প্রশ্ন তুলেছে সিবিআই। সিবিআই হানায় উঠে এসেছে, রাইস মিলে লোকানো সারিসারি বিলাসবহুল গাড়ি। এমনকি অভিযোগ উঠেছে তার মেয়ের বিরুদ্ধেও। একাধিক সম্পত্তিতে তিনি মালাকানা দিয়ে রেখেছেন তিনি তার মেয়েকেই। সেতরফেও তলব করতে বাকি রাখেনি সিবিআই। চলছে এখনও তদন্ত। অনুব্রত ঘনিষ্ঠরা রয়েছেন সিবিআই স্ক্যানারেই। আর এবার সেই তালিকায় যুক্ত হলেন ব্যবসায়ী ও শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের কর্ণধার মলয় পিটও।