কলকাতা: ২ দিন পার, এখনও অধরা চারু মার্কেট থানা এলাকার আবাসনে পরিচারক খুনের আততায়ী। ঘটনাস্থল থেকে উদ্ধার রক্তমাখা জামা-প্যান্ট ও জুতো, খবর পুলিশ সূত্রে। জুতোর তলায় যে রক্ত লেগেছিল, তা আততায়ীর রক্ত বলে মনে করছে পুলিশের প্রাথমিক অনুমান, খুনের পর এখানেই পোশাক বদল করে অভিযুক্ত । 'আলমারি খোলা এবং জিনিসপত্র লন্ডভন্ড অবস্থায় ছিল। কিছু খোয়া গিয়ে থাকতে পারে', অনুমান ব্যবসায়ীর।

সম্প্রতি আরও একটি খুনের ঘটনা সামনে আসে উত্তর ২৪ পরগনায়। প্রেমিকের সঙ্গে পালিয়ে এসে সংসার পেতেছিল স্ত্রী, সেই আক্রোশে প্রেমিকের বাড়িতে এসে স্ত্রীকে কুপিয়ে 'খুন' করল স্বামী ! স্ত্রীকে 'খুন' করে নিজের পেটেই ছুরি দিয়ে আঘাত করে আত্মহত্যার চেষ্টাও চালিয়েছেন স্বামী। বিস্ফোরক অভিযোগ উত্তর ২৪ পরগনা জেলায়। স্ত্রী প্রেমিকের সাথে পালিয়ে এসে নতুন করে সংসার বেধেছিল স্ত্রী। নতুন করে সংসার বাধা মানতে না পেরে স্ত্রীর প্রেমিকের বাড়িতে চড়াও হয়ে ছুরি দিয়ে স্ত্রীকে কুপিয়ে খুন করল স্বামী। স্ত্রীকে কুপিয়ে খুন করার পরে নিজের পেটেই ছুরি দিয়ে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করল স্বামী। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার পাল্লায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে গোপালনগর থানার পুলিশ । 

পরিবার সূত্রে খবর, এক বছর আগে গোপালনগর এর বাসিন্দা সুকদেব বিশ্বাসের সংসারে সন্তান রেখে পল্লা হরিশপুর প্রেমিক রতন মণ্ডলের হাত ধরে  নতুন করে সংসার পেতেছিল দীপু মিস্ত্রি। স্ত্রীর নতুন করে এই সংসার পাতার ঘটনা মানতে পারেনি স্বামী। যা নিয়ে মাঝেমধ্যেই অশান্তি হতো, সংসারে ফিরে যাওয়ার জন্য বেশ কয়েকবার স্ত্রীকে নিতে এসেছিল সুকদেব। কিন্তু তিনি যাননি স্ত্রী।সোমবার সন্ধ্যায় সুকদেবের স্ত্রী দীপু যখন তার প্রেমিক রতনের বাড়িতে বসে টিভি দেখছিল সেই সময় পিছন দিক থেকে ছুরি দিয়ে এলোপাথারি আঘাত করে শুকদেব। তারপর নিজের পেটেই ছুরি দিয়ে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করে সে। রক্তাক্ত অবস্থায় তাদেরকে বনগাঁ মহকুমা হাসপাতালে উদ্ধার করে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা দীপুকে 'মৃত' বলে ঘোষণা করে। শুকদেব বর্তমানে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে রতনের পরিবার ও প্রতিবেশীরা ।

আরও পড়ুন,  'যাঁরা জীবন ও ধর্ম বাঁচাতে বাংলাদেশ থেকে এসেছেন, তাঁদের নাম কাটা যাবে না..' !

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)