সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: সাতসকালে চিৎপুরে (Chitpur) যুবককে ধারালো অস্ত্রের কোপ। চিৎপুরের কৃষ্ণলাল দাস রোডে দুই যুবকের মধ্যে বচসা, হাতাহাতি।বচসা চলাকালীন এক যুবককে ধারালো অস্ত্রের কোপ আরেক যুবকের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় শেখ দিলাবরকে। পরে মৃত্যু হয় ওই যুবকের। পলাতক অভিযুক্ত। কী কারণে হামলা, খতিয়ে দেখছে পুলিশ। 


যুবককে কুপিয়ে খুন: খাস কলকাতায় রাস্তায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে খুন! চিৎপুরের কৃষ্ণলাল দাস রোডে ভয়াবহ ঘটনা। প্রত্যক্ষদর্শীদের দাবি, সকাল পৌনে নটা নাগাদ, দুই যুবকের মধ্যে গন্ডগোল চলাকালীন আচমকা ধারালো অস্ত্র দিয়ে একজন অপরজনের গলায় কোপ মারেন। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন যুবক। তাঁকে উদ্ধার করে আরজিকর হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। কিছুক্ষণের মধ্যে মৃত্যু হয় যুবকের। অভিযুক্ত পলাতক। কী কারণে হামলা? তা নিয়ে এখনও ধন্দে পুলিশ।


দিনকয়েক আগে মানিকতলায় যুবককে পিটিয়ে খুনের ঘটনা ঘটে। নিহত অনিল রজক মুরারিপুকুরের একটি গ্যারাজে কাজ করতেন। অভিযুক্তরা ওই গ্যারাজেই মদ, জুয়ার আসর বসাতেন বলে অভিযোগ। তার প্রতিবাদ করায় গত মঙ্গলবার রাতে, মানিকতলার পাঞ্জাবি গ্যারাজ এলাকার যুবককে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। অভিযুক্তদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন ও সংঘটিত অপরাধের মামলা রুজু করে পুলিশ। ঘটনার ৫ দিন পর চার অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তারাপীঠের একটি লজ থেকে তাঁদের গ্রেফতার করা হয়েছিল। ধৃতরা হলেন সুভাষ দে, সঞ্জীব নাগ, অভিজিৎ দে, শিবা সাঁতরা।  এরপর মোবাইল ফোনের টাওয়ার লোকেশন দেখে, তারাপীঠ থেকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়।


গত সপ্তাহে খাস কলকাতার থানায় পুলিশের বিরুদ্ধে এক ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ ওঠে আমহার্স্ট স্ট্রিট থানার (Amherst Street Police Station) বিরুদ্ধে। নিহতের পরিবারের দাবি করে, চুরি যাওয়া মোবাইল ফোন কেনা নিয়ে তাঁকে ডেকে পাঠানো হয়। সেখান থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় ওই ব্যক্তিকে। সেই অবস্থায় মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন তাঁকে। (Kolkata News)। মৃতের নাম অশোক সিংহ। বয়স হয়েছিল ৪২ বছর। যদিও পিটিয়ে মেরে ফেলার অভিযোগ অস্বীকার করে আমহার্স্ট থানার পুলিশ। চুরির ফোন থানায় জমা দিতে এসে অসুস্থ হয়ে মৃত্যু হয় বলে, আমহার্স্ট স্ট্রিট কাণ্ডে দাবি করা হয় পুলিশ সূত্রে। 


আরও পড়ুন: North Bengal Weather: মেঘমুক্ত পরিষ্কার আকাশ, উত্তরবঙ্গে বাড়ছে শীতের আমেজ