কলকাতা: 'অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ৫ অগাস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও-এর ডাক প্ররোচনামূলক', অভিষেকের বক্তব্যকে প্ররোচনামূলক দাবি করে এবার রবীন্দ্রসরোবর থানায় অভিযোগ দায়ের ইমেল করে অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ি (Rajarshi Lahiri)।
মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বিজেপির ব্লক, বুথ, রাজ্যে সব নেতাদের বাড়ি ঘেরাও করা হবে। সেদিন শান্তিপূর্ণভাবে সব জায়গায় বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করার ডাক দিয়েছিলেন তিনি। মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বিজেপির ব্লক, বুথ, রাজ্য,যেকটা নেতা সবার তালিকা তৈরি করতে। ৫ অগাস্ট শান্তিপূর্ণভাবে ৮ ঘণ্টা ঘেরাও করার ডাক দিয়েছিলেন তিনি। তিনি আরও বলেছিলেন, বয়স্কদের রাস্তা ছেড়ে দেবেন। বিজেপি নেতারা বাড়িতে ঢুকবেও না বেরোবেও না। কোথাও কারও গায়ে হাত নয়। প্ররোচনায় পা নয়। ৩৪১ টা ব্লক। ১২৭টা মিউনিসিপালিটির ওয়ার্ড, টাউন গণঘেরাও কর্মসূচির ডাক দিয়েছিলেন অভিষেক । এরা যার পা ধরে রাজনীতি করে, দিল্লিতে তার দফতরও ঘেরাও হবে।'
যদিও পরে এই কর্মসূচিতে বদল আনেন তৃণমূল সুপ্রিমো। অভিষেক বক্তব্য রাখার পরই মঞ্চে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিষেকের ঘোষিত কর্মসূচিতে পরিবর্তন করে বলেছিলেন, ' ৫ অগাস্ট অভিষেক একটা প্রোগ্রাম করেছে। আমি বলব ব্লক ওয়াইজ করতে। একশো মিটার দূরে করবে। যাতে ঢুকতে বেরতে অসুবিধা না হয়। যাতে বলতে না পারে আমাদের অবরুদ্ধ করে রেখেছে। বাংলাকে ভাতে মারা যাবে না। বাংলা অনেক শক্তিশালী মনে রাখবেন।'
প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের আগে থেকেই ১০০ দিনের বকেয়া নিয়ে তোপ দাগছিলেন মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমাদের টাকা আমাদের ফিরিয়ে দিতে হবে, নাহলে গদি ছাড়তে হবে। অভিষেকও সুর চড়িয়ে বলেছিলেন, 'দিল্লি স্তব্ধ করে আমরা ছাড়ব। টাকা না ছাড়লে মন্ত্রক চলতে দেব না' । আবারও ২১ -র মঞ্চ থেকে একশো দিনের বকেয়া মেটানোর জন্য ঝড় তুললেন মমতা ও অভিষেক।
আরও পড়ুন, 'মমতা নির্মমতার প্রতীক', মালদাকাণ্ডের পর বিস্ফোরক অনুরাগ ঠাকুর
তবে অভিষেকের ঘোষণায় গেরুয়া শিবির নিশানা করতেই নিশানা করেছেন শশী পাঁজা। তিনি বলেন,'আসলে ওরা ভয় পেয়েছে। বিজেপি বাংলার একশ দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে। আবাসের টাকা বন্ধ করে দিয়েছে। মানুষ তো নিজের হকের টাকা চাইবেই। তাও তো মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন ১০০ মিটার দূর থেকে ঘেরাও হবে। তাতেও এত ভয়।'