কলকাতা: জাতীয় সরোবরের তকমা পাওয়া রবীন্দ্র সরোবরের (Rabindra Sarobar News) জমিতে তৈরি হচ্ছে বিনোদন ক্লাব। এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন রবীন্দ্র সরোবর লেক লাভার্স ফোরামের সদস্যরা। ভোটের মুখে মিথ্যে অভিযোগ তুলে চক্রান্ত করছে বিজেপি, আক্রমণ শানিয়েছেন ফিরহাদ হাকিম। পাল্টা জবাব দিয়েছে গেরুয়া শিবির। 


সরোবরের জমিতে বিনোদন ক্লাব: ইট-পাথরের নগরে সবুজ ঘেরা এক টুকরো জলাশয়। দক্ষিণ কলকাতার ফুসফুস। সেই রবীন্দ্র সরোবরে নাকি সবুজ ধ্বংস করে মাথা তুলছে কংক্রিট। এই অভিযোগ ঘিরেই শোরগোল পড়ে গেছে। রবিবার সরোবরের ৮ নং গেটের বাইরে বিক্ষোভ দেখালেন রবীন্দ্র সরোবর লেক লাভার্স ফোরামের সদস্যরা। তাঁদের অভিযোগ, জাতীয় সরোবরের তকমা পাওয়া রবীন্দ্র সরোবরের জমিতে তৈরি হচ্ছে বিনোদন ক্লাব। কেএমডিএ-র দেওয়া জমিতে নির্মাণ কাজও শুরু হয়েছে বলে অভিযোগ। এবিষয়ে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম বলেন, "পাগলের প্রলাপ। কিছু হচ্ছে না। সিপিএম আমলে করত। মমতা সবুজের পক্ষে। কলাকুশলীদের খেলার জন্য জায়গা দিয়েছে ভোটের মুখে এসব করাচ্ছে বিজেপি।'' পাল্টা বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ি বলেন, "বিজেপির নামে দোষ। তোমরা করেছ। ববি হাকিম জানে না!''


জাতীয় পরিবেশ আদালতের স্পষ্ট নির্দেশের পরও, অতীতে রবীন্দ্র সরোবরে ছট পুজো নিয়ে বিতর্ক কম হয়নি। এবার সেখানে বিনোদন ক্লাব তৈরির অভিযোগ ঘিরে শুরু হল নতুন বিতর্ক। এর মাঝে পরিবেশপ্রেমীরা চাইছে, বাঁচুক কলকাতার ফুসফুস। বুক ভরে স্বচ্ছ বাতাস নিক রাজ্যবাসী। 


এদিকে  ২ দিন ধরে জলবন্দি হয়ে পড়েছেন ট্যাংরার পুলিন খটিক রোডের বাসিন্দারা। নর্দমার জলে ভাসছে বৈশালী মোড় থেকে পুলিন খটিক রোড পর্যন্ত রাস্তা। নর্দমা উপচে জল ঢুকেছে বাড়ির একতলায়। চারদিকে নোংরা জল। রাস্তায় ভেসে বেড়াচ্ছে আবর্জনা। ডুবে গিয়েছে পানীয় জলের কল। এই ছবি কলকাতা পুরসভার ৫৮ নম্বর ওয়ার্ডের। ট্যাংরার এই এলাকার বাসিন্দাদের অভিযোগ, জমা জলের সমস্যা দীর্ঘদিনের। পুর কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কাজ হয়নি। স্থানীয় তৃণমূল কাউন্সিলরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। ট্যাংরার এই এলাকার বাসিন্দাদের জমা জল কবে মুক্তি মিলবে, তার সদুত্তর কিন্তু মেলেনি। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Loksabha Election 2024: ভোট শুরুর আগেই অশান্তি, উত্তপ্ত খানাকুল-আরামবাগ