হুগলি: আজ লোকসভা নির্বাচনের (Loksabha Election 2024) পঞ্চম দফা। ভোট শুরুর আগেই উত্তপ্ত খানাকুল-আরামবাগ। আহত বিজেপির উপপ্রধান ও তৃণমূল কর্মী। পরস্পরের বিরুদ্ধে অভিযোগ দু'দলের


ভোট শুরুর আগেই অশান্তি: ভোটের আগে আরামবাগে অশান্তি। খানাকুলের রাজহাটি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি উপপ্রধান তপন বাগের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, রাতে গ্রামে দাপিয়ে বেড়াচ্ছিল তৃণমূলের বাইক বাহিনী। বিজেপি নেতা-সহ কয়েকজন প্রতিবাদ করায় তাঁদের ওপর হামলা চালানো হয়। আহত হন বিজেপি উপপ্রধান-সহ ৫ বিজেপি কর্মী। হামলা-যোগ অস্বীকার তৃণমূলের। কমিশন জানিয়েছে, এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। আরামবাগের মলয়পুর ১ নম্বর অঞ্চলের বালিয়া গ্রামে তৃণমূল কর্মী শ্যামল রায়-সহ ৩ জনের ওপর বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। ৩ তৃণমূল কর্মীই হাসপাতালে ভর্তি। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। 


পঞ্চম দফায় আজ বাংলার ৩ জেলার ৭টি লোকসভা আসনে ভোট। এর মধ্যে হুগলি জেলার ৩টি আসন শ্রীরামপুর, হুগলি ও আরামবাগ, উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর ও বনগাঁ, হাওড়ার উলুবেড়িয়া ও হাওড়া সদর আসনে ভোট হচ্ছে। পঞ্চম দফায় মোতায়েন থাকছে ৭৯৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তার মধ্যে ৬৫০ কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে বুথে। এছাড়াও থাকছে রেকর্ড সংখ্যক QRT। আরামবাগ লোকসভা কেন্দ্রে বুথের সংখ্যা সবথেকে বেশি ২ হাজার ৭৮টি। এর মধ্যে ১ হাজার ৭৭০টি বুথ স্পর্শকাতর।                    


অন্যদিকে,  আরামবাগ লোকসভার তারকেশ্বরের বামনপাড়া একঢালু প্রাথমিক বিদ্যালয়ের ১৫৬ নম্বর বুথের বাইরে তৃণমূলের জমায়েত। শাসকদলের বিরুদ্ধে বুথ জ্যামের অভিযোগ বিজেপির। বিজেপি সমর্থক ছাড়াও সাধারণ ভোটার, বিশেষ করে মহিলা ভোটারদের ভয় দেখিয়ে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। অভিযুক্তদের ধাওয়া করে মারধর করেন বিজেপি কর্মীরা। খবর পেয়ে বুথে যান আরামবাগের বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগর। বুথে এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগ করেন তিনি।                         


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Loksabha Election 2024: 'মা-মাটি-মানুষের অধিকার লুঠ করেছে তৃণমূল' আক্রমণ মোদির