কলকাতা: একুশের বিধানসভা নির্বাচনের (WB Assembly) পর একাধিক ইস্যুতে তৎকালীন রাজ্যপাল-রাজ্য সংঘাত দেখেছে বাংলা। দেখেছে মমতা-মোদি সংঘাত। আর সবার উপরে উঁকি মারে কেন্দ্র-রাজ্য সংঘাত। তবে বাইশে পা দিয়েই এবার তদন্তকারী সংস্থা নিয়ে বিতর্ক মোড় নিয়েছে। উল্লেখ্য, বগটুই থেকে শুরু করে বসিরহাট-সহ একাধিক মামলায় প্রথমে রাজ্যপুলিশের সিট গঠন হলে পরে তা, হাইকোর্টের নির্দেশে তদন্তেরভার নেয় সিবিআই-ইডি।
তবে কি 'সিআইডি ভার্সেস সিবিআই '? প্রশ্ন দিলীপের
যদিও কেন্দ্রীয়তদন্তাকারী সংস্থাকে 'রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার'-র অভিযোগ তুলেছেন অভিষেক। তবে রাজ্যে যখন পার্থ-সহ শহরের ১৩ জায়গায় ঠিক একইদিনে ইডি অভিযান চালিয়েছে, আর ঠিক তখনই বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার বাড়িতে সিআইডি (CID) অভিযান চালিয়েছে। তবে কি 'সিআইডি ভার্সেস সিবিআই '?প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় একহাত নিলেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
প্রমাণ লোপাটের নির্দেশ কি নবান্নের ১৪ তলা থেকে এসেছে ? : দিলীপ
এদিন দিলীপ ঘোষ বলেন,' তৃণমূলের শাসনকাল শুরুর থেকেই গরুপাচারের বাড়বাড়ন্ত হলেও, এতদিন কেন তদন্ত করেনি সিআইডি ? সিবিআই তদন্ত শুরু হতেই টনক নড়ল ওদের ? নাকি অনেক তথ্য প্রমাণ সিবিআই-র হাতে পৌঁছানোর আগেই, তা নষ্ট করে ফেলা যায়, তার জন্য তদন্তের নাটক করছে সিআইডি ? প্রমাণ লোপাটের নির্দেশ কি নবান্নের ১৪ তলা থেকে এসেছে ? তৃণমূলের দুষ্ট অভিসন্ধি বুঝতে পেরেই সিআইডি তদন্তে স্থগিতাদেশ দিয়েছে মহামান্য হাইকোর্ট।'
সিআইডি-র সক্রিয়তাতেই কটাক্ষ দিলীপের
প্রসঙ্গত, গত বছর গরুপাচার মামলায় নাম জড়ালেও কেউ ভাবতে পারেননি, গ্রেফতার হতে পারেন অনুব্রত মন্ডল। খবর প্রকাশ্যে এলেও শাসকদলের তরফে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি বা রাজ্যের তরফে তদন্ত কমিটি কেন বসানো হয়নি, এনিয়ে একটা চাপানউতোর চলছিল। তবে সিবিআই-কে তদন্তভার দেওয়ার অনেক পরে , আচমকা সিআইডি-র সক্রিয়তাতেই কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ।