কলকাতা: বাংলায় একের পর এক বোমাবাজির (Bomb Blast) ঘটনায় উত্তাল রাজ্য-রাজনীতি। কাঁকিনাড়া, সাঁইথিয়া, কেশপুর, মিনাখাঁর পর এবার কুলপি। কৌটো বোমা ফেটে জখম হয়েছে দুই কিশোর. কালভার্টের নীচে রাখা ব্যাগে ছিল কৌটো বোমা। ব্যাগ খুলতেই বিস্ফোরণ হয়। ঘটনার পর রীতিমত আতঙ্কিত গ্রামবাসীরা. বিস্ফোরণের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে কুলপি থানার পুলিশ। রাতভর এলাকায় তল্লাশি, উদ্ধার ৫টি তাজা বোমা ও একটি আগ্নেয়াস্ত্র। এহেন পরিস্থিতিতে রাজ্যকে খোঁচা বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh)।
সরকার চাইছে ভয়ের পরিবেশ তৈরি হোক : দিলীপ
উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) আগে ফের বোমা মজুত ? উত্তর ২৪ পরগনার মিনাখাঁয় বোমা বিস্ফোরণে নাবালিকার মৃত্যুর পর এবার দক্ষিণ ২৪ পরগনার কুলপির ছামনাবনি গ্রাম। গতকাল মজুত কৌটো বোমা ফেটে জখম হয় দুই কিশোরের। বিস্ফোরণের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে কুলপি থানার পুলিশ (Police)। এরপর রাতভর এলাকায় তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৫টি তাজা বোমা ও একটি আগ্নেয়াস্ত্র। এই ঘটনায় আরও ৫ জনকে গ্রেফতার করা হয়। স্থানীয় সূত্রে খবর, গতকাল বিকেলে গ্রামের একটি কালভার্টের নীচে ব্যাগ দেখতে পায় ১৫ ও ১৬ বছরের দুই কিশোর। ব্যাগ খুলতেই বোমা বিস্ফোরণ হয়। ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীরা। তিনি অভিযোগ করে বলেন, 'গ্রামে-গঞ্জে বোমা-অস্ত্র এখন কুটির শিল্পে পরিণত হয়েছে। পুলিশ সব জেনেও চুপ। সরকার চাইছে ভয়ের পরিবেশ তৈরি হোক।'
আরও পড়ুন, অনুব্রতর জন্য ৪ পাতার প্রশ্ন, আসানসোল জেলে গিয়ে জেরা দিল্লির ইডি অফিসারদের
প্রসঙ্গত, স্কুলে নিয়োগে দুর্নীতির অভিযোগে ধৃত মিডলম্যান প্রসন্ন রায়ের বাড়িতে পাওয়া গিয়েছে দিলীপ ঘোষের ফ্ল্যাটের দলিল। তা নিয়ে একদিন আগেই পার্থ-অর্পিতার প্রসঙ্গ টেনে, দিলীপ ঘোষের গ্রেফতারির দাবি তুলেছিলেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক। বুধবার সেই একই সুর শোনা গিয়েছে তৃণমূলনেত্রী মমতার মুখেও। সেই নিয়ে প্রতিক্রিয়া চাইলে, এবিপি আনন্দের মুখোমুখি হয়ে দিলীপ বলেন, "ফ্ল্যাট কিনেছি পয়সা দিয়ে। তার জন্য ঋণ নিয়েছি। বিদ্যুতের মিটার বক্সের নাম পরিবর্তন করতে হবে। ও যেহেতু সোসাইটির ইনচার্জ, তাই ওকে দলিলের কপি দিয়েছি। এর মধ্যে কোনও লুকনোর ব্যাপার নেই। সিআইডি তো বসে রয়েছে! দম থাকলে তদন্ত করাক! আমি ওদের মতো নই, যে পার্থ চুরি করে ধরা পড়ল, বলে দিলাম, ও আমাদের নয়।' দিলীপের গ্রেফতারির দাবি জানান মমতা। তিনি বলেন, 'অর্পিতা মুখোপাধ্য়ায়ের ঘর থেকে কারও দলিল পাওয়া গিয়েছিল। তখন তাঁকে গ্রেফতার করে নেওয়া হয়েছে। ঠিকই করেছে। কিন্তু এ বার বিজেপি নেতার দলিল কেন এমন একটা প্রতারকের ঘরে পাওয়া গেল? এ ক্ষেত্রে কেন ওই নেতাকে গ্রেফতার করা হবে না?' ঠিক এই সুরই শোনা যায় অভিষেকের গলাতেও।