কলকাতাঃ বেলঘরিয়ার অর্পিতার ফ্ল্যাটে উদ্ধার বিপুল পরিমাণ নগদ টাকা। টাকা গুনতে নিয়ে আসতে হয়েছে ৪ টি মেশিন। পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ঘনিষ্ঠ অর্পিতার (Arpita Mukherjee) ফ্ল্যাট থেকে এখনও অবধি ২০ কোটি টাকা উদ্ধার হয়েছে। বিপুল পরিমাণ সোনার পাশাপাশি দলিলও উদ্ধার করে ইডি। আর এনিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি এদিন বলেন, 'এত বড় টাকার পাহাড় যখন হাতে এসেছে, ওনাকে জানাতেই হবে, আর পালাতে পারবেন না।'
দিলীপ ঘোষ বলেছেন, পার্থ চট্টোপাধ্যায় দীর্ঘ দিন ধরেই সিবিআই-ইডি-র তদন্তের সম্মুখীন হয়েছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, ছেড়ে দেওয়া হচ্ছিল। তবে পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় ইতিমধ্য়েই সবকিছু বলা শুরু করেছেন ইডি-র কাছে।এতদিন ধরে চলে আসা সেই তদন্তে শক্তপোক্ত প্রমাণের অভাবে তা ধীর গতিতে এগোচ্ছিল। কিন্তু বিপুল পরিমাণ টাকা এবং সোনা উদ্ধারের পর ওনাকে জানাতেই হবে, আর পালাতে পারবেন না, বলেই দাবি করেছেন দিলীপ ঘোষ। তিনি এদিন বলেন, আরও লোককে ডাকা হচ্ছে। তখন সামনা-সামনি বসবে, ওখানেই ঝগড়া হবে, সব বেরিয়ে আসবে। দেখা যাক, কত দূর যায়, আমার মনে হয়, শেষ পর্যন্ত যাওয়া উচিত।' পাশাপাশি তিনি আরও বলেন, মানিক ভট্টাচার্যের নাম আগেও এসেছিল। আর উনি এসএসসি-র চেয়ারম্যান ছিলেন। স্বাভাবিকভাবেই উনিও অনেক তথ্য জানেন। উনি এর সঙ্গে যুক্ত কিনা, তা পরের কথা। যখন জিজ্ঞাসাবাদ হবে, তখন সব পাওয়া যাবে।সে জন্য লোকও বাড়বে। অনেক টাকা সম্পত্তিরও খোঁজ পাওয়া যাবে।'
অপরদিকে মুখ্যমন্ত্রীর নাম নিয়ে দিলীপ ঘোষ বলেন, আমার বক্তব্য হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়রা বারবার বলেছেন, আমাদের কেউ নয়। আপনার সরকারে যারা গুরুত্বপূর্ণ পদে বসে আছেন, তাঁরা দুর্নীতির সঙ্গে যুক্ত। আপনার সরকারে যারা মন্ত্রী আছেন, পার্টির যারা গুরুত্বপূর্ণ পদের নেতা, তাঁরা সবাই যুক্ত, আপনি বলছেন পার্টি কোথাও যুক্ত নয়। তাহলে তো বলতে পারি, জলে নামবো, জল ছেঁটাবো, কিন্তু ভিজব না বলে উদাহরণ টানেন এদিন তিনি।