ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: আর্থিক বিনিয়োগের ভুয়ো ওয়েবসাইট খুলে ৩৬ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। প্রসেনজিৎ রঞ্জন নাথ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল CID. CID সূত্রে খবর, গত জানুয়ারি মাসে বারাসাত সাইবার থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেন চিকিৎসক রাজকুমার ভট্টাচার্য। তাঁর দাবি, সোশাল মিডিয়ায় চড়া হারে রিটার্নের বিজ্ঞাপন দেখে তিনি বিনিয়োগ করেন।
আরও পড়ুন, বৃষ্টি মাথায় করেই মাসির বাড়ি যাবেন জগন্নাথ ? আজ রথে কেমন আবহাওয়া থাকবে কলকাতা-দিঘা-সহ-দক্ষিণবঙ্গে ?
বিনিয়োগের ভুয়ো ওয়েবসাইট খুলে প্রতারণা
আর্থিক বিনিয়োগের ভুয়ো ওয়েবসাইট খুলে ৩৬ লক্ষ টাকা প্রতারণা। এই অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল CID. CID সূত্রে খবর,গত জানুয়ারি মাসে বারাসাত সাইবার থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেন চিকিৎসক রাজকুমার ভট্টাচার্য। তাঁর অভিযোগ, সোশাল মিডিয়ায় চড়া হারে রিটার্নের বিজ্ঞাপন দেখে তিনি বিনিয়োগ করেন।
CID এর জালে ১
পরে প্রতারিত হচ্ছেন বুঝতে পেরে অভিযোগ দায়ের করেন। সেই ঘটনাতেই CID সূত্রে দাবি, তদন্ত নেমে জানা যায় যে জালিয়াতির টাকা থেকে ১৮ লক্ষ টাকা 'দ্য লোকাল ব্র্যান্ড শপ' নামে একটি কোম্পানির অ্য়াকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। এরপরই, বুধবার রাতে এই কোম্পানির মালিক প্রসেনজিৎ রঞ্জন নাথকে আনন্দপুর এলাকা থেকে গ্রেফতার করে CID.বাকি অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি।
রাজ্যে প্রতারণার ঘটনার উদাহরণ ভুরিভুরি
রাজ্যে প্রতারণার ঘটনার উদাহরণ ভুরিভুরি। চাকরির নামে প্রতারণার সংখ্যা গুণে শেষ করা যাবে না। তবে ভারতরত্ন পাইয়ে দেওয়ার নামে প্রতারণ প্রায় বিরল বললেই চলে। চাকরি পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগে ইতিমধ্য়েই একাধিক গুণধর জেলে। নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়ে শাসকদলের অনেক শীর্ষ নের্তৃত্বই এখন জেলে ঘানি টানছেন। সম্প্রতি এবার এক মহিলার অভিযোগে প্রাইমারি স্কুলের এক শিক্ষককে গ্রেফতার করে সুতি থানার পুলিশ।
পুরস্কার পাইয়ে দেওয়ার নামে প্রতারণা
জানা গিয়েছে, সুতি থানার শেখপুরা প্রাইমারি স্কুলের শিক্ষক হাসানুজ্জামান ভারতরত্ন সহ একাধিক পুরস্কার পাইয়ে দেওয়ার নাম করে জাইরুল বিবির কাছ থেকে কয়েক লক্ষ টাকা নেয়। শুধু তাই নয় চাকরি পাইয়ে দাও নাম করেও টাকা আদায় করেন ঐ শিক্ষক, জাইরুল বিবির অভিযোগের ভিত্তিতে প্রাইমারি স্কুলের ওই শিক্ষককে গ্রেফতার করে থানার পুলিশ, অভিযুক্ত শিক্ষককে পাঠানো হয়েছিল জঙ্গিপুর আদালতে । যদিও পুরো ঘটনা তদন্ত শুরু করে সুতি থানার পুলিশ।