কলকাতা: শীতের বৃহস্পতিবার তপ্ত হয়ে উঠল!আই প্য়াকের কর্ণধার ও তাঁর অফিসে কয়লা কাণ্ডে কেন্দ্রীয় এজেন্সি ইডির অভিযান-তল্লাশি!আর দু জায়গাতেই পৌঁছে গেলেন খোদ মুখ্য়মন্ত্রী।কোথাও কলকাতার পুলিশ কমিশনার! কোথাও রাজ্য় পুলিশের ডিজি, আর চমকে ওঠার মতো বিষয় হল, ইডির অভিযান চলাকালীন, তাঁদের সামনেই, ভিতর থেকে নথি-ল্য়াপটপ-ইলেকট্রনিক্স সাজ সরঞ্জাম বের করে নিয়ে চলে গেলেন খোদ মমতা বন্দ্য়োপাধ্য়ায়!আর সবটাই দেখলেন ইডি অফিসাররা!  IPAC কর্ণধারের বাড়ি-অফিসে ED হানায় এবার প্রতিবাদে রাস্তায় নামল রাজ্যের শাসকদল। 'দেশের গণতন্ত্র বিপন্ন', পোস্টার হাতে পথে তৃণমূল কংগ্রেস।

Continues below advertisement

আরও পড়ুন, ৩-৪ দফায় বিধানসভা ভোট? জল্পনা তুঙ্গে ! 

Continues below advertisement

কুণাল ঘোষ বলেন, আমরা পরিষ্কার বলছি, তদন্ত যদি হওয়ার থাকত, এতদিন এতমাস হয়নি কেন ? এটা বিজেপি এবং ইলেকশন কমিশন একসঙ্গে কথা বলছে, একসুরে কথা বলছে, তার কারণ হচ্ছে, এটা যদি তদন্তেরই কারণ হত, তাহলে তো তাঁরা অনেক আগেও তদন্তের কাজ করতে পারত। যখন ইলেকশন সামনে, এসআইআর চলছে, এই সংস্থাটি আমাদের প্রচারের উপদেষ্টা সংস্থা, তাঁদের রেড করা মানে, আমাদের প্রচারের নানা পরিকল্পনা, নানা তথ্য, নানা ব্লু প্রিন্ট আমাদের ব্লু প্রিন্ট ওআমাদের প্রচারের, সেগুলি তাঁরা তাঁদের হাত ঘুরে বিজেপির হাতে তুলে দিতে পারে। তারপর তাঁরা সেই জায়গাটাকে ডিস্টার্ব করবে। সেই ব্যাক্তিগুলিকে ডিস্টার্ব করবে। 

প্রশ্ন: মুখ্যমন্ত্রী কিন্তু আজকে খালি হাতে ঢুকে, সেখান থেকে বেশ কিছু নথি সেখান থেকে নিয়ে এসেছেন এবং সেটা প্রতীক জৈনের বাড়ি ও IPAC-র অফিস থেকে ..

কুণাল ঘোষ : এই বিষয়ে আমি কোনও মন্তব্য করব না। 

সূত্রের খবর, এদিন সকাল ৭টা নাগাদ প্রথমে সল্টলেকের সেক্টর ফাইভে আইপ্যাকের অফিসে পৌঁছে যায় ED-র টিম। সকাল ৭টা ১০ নাগাদ ED-র আরও একটি টিম লউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে যায়। বহুতলের চারতলায় প্রতীক জৈনের ফ্ল্যাটে চলে তল্লাশি।আর তার মধ্যেই হঠাৎ,সকাল ১১টা ৫৫ লাউডন স্ট্রিটে I PAC-এর কর্ণধার প্রতীক জৈনের বা়ড়িতে পৌঁছে যান কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। এর ৫ মিনিটের মধ্যে বেলা ১২টায় আইপ্যাক কর্তা প্রতীক জৈনের বাড়ির সামনে পৌঁছে যান খোদ মুখ্যমন্ত্রী।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই আমার হার্ডডিস্ক, দেখুন, এই হল ফোন, হার্ড ডিস্ক, এই সব সংগ্রহ করছিল। তারা (ED) ইতিমধ্যেই সেক্টর ফাইভে আমার IT অফিসে আক্রমণ চালিয়েছে। আমি সেখানেও যাচ্ছি।