কলকাতা: একবালপুরে প্রতিবাদীকে কুপিয়ে খুন, এখনও গ্রেফতারি শূন্য! বাড়ির সামনে মদের আসর, প্রতিবাদ করায় চপার দিয়ে কুপিয়ে খুন। ৫জনের বিরুদ্ধে মামলা দায়ের, ৮দিন পরেও অধরা দুষ্কৃতীরা!এখনও কেন অধরা আততায়ীরা? প্রশ্ন তুলে প্রতিবাদ কংগ্রেসের । যুবক খুনের তদন্ত গেল লালবাজারের গোয়েন্দা পুলিশের হাতে।

আরও পড়ুন, 'অনামিকাকে কি জলে ডুবিয়ে দেওয়া হয়েছিল? ' যাদবপুর পড়ুয়ার মৃত্যুতে প্রশ্ন জাতীয় মহিলা কমিশনের 

একবালপুরে কুপিয়ে খুনের ঘটনায় এক সপ্তাহ পার!এখন গ্রেফতারি 'শূন্য'! ক্ষোভে ফুঁসছে নিহত যুবকের পরিবার। সোমবার রাতে ধনরাজ প্রসাদের বাড়ির পাশে মদ্যপান ও গালিগালাজ করছিল কয়েকজন দুষকৃতী। অভিযোগ,তার প্রতিবাদ করায় ভাইয়ের চোখের সামনেই আচমকা চপার বের করে তাঁকে এলোপাথাড়ি কোপাতে শুরু করে আমজাদ নামে এক দুষ্কৃতী। পায়ে ও বাম দিকের কাঁধে গুরুতর আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ধনরাজ প্রসাদ। অভিযোগ এরপর গুলি চালানোরও চেষ্টা করেন অভিযুক্তের শাগরেদরা। শুক্রবার বিকেলে হাসপাতালে মৃত্যু হয় ধনরাজ প্রসাদের।৫ জনের নামে অভিযোগ দায়ের হলেও এখনও পর্যন্ত একজনকেও ধরতে পারেনি পুলিশ। এই প্রেক্ষাপটে মামলার দায়িত্ব নিল লালবাজারের গোয়েন্দা বিভাগ।  রবিবার নিহতের বাড়িতে গিয়ে কড়া বার্তা দিয়েছিলেন ফিরহাদ হাকিম। গতকাল পুরমন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম বলেন, জামুই বলে কোনও বিহারের জায়গা আছে, সেখানকার এরা হল অপরাধী। তারা এসে এখানে, অবৈধভাবে যাওয়া আসা করে, মুঙ্গের, জামুই, এইসব জায়গার শার্প শ্যুটার, অপরাধী, তারা কলকাতায় ঢুকছে, পশ্চিমবঙ্গে ঢুকে এইসব কাণ্ড করছে। আমি পুলিশ প্রশাসনকে বলব এক্ষুনি DD-কে কেসটা দিতে এবং যত বড় অপরাধী হোক তাকে গ্রেফতার করতে। এরপরও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এদিকে একবালপুরের ঘটনার পাশাপাশি গুলশন কলোনিতে তাণ্ডবের ৪দিন পরেও এখনও এখনও অধরা মাস্টারমাইন্ড। সোশাল মিডিয়ায় সক্রিয়, রোজ নতুন পোস্ট, তাও অধরা মিনি ফিরোজ! গুলশন কলোনিতে তাণ্ডবের ৪দিন পার, কোথায় মিনি ফিরোজ? শুক্রবার, শনিবার, রবিবারের পর সোমবারও ফেসবুকে ভিডিও পোস্ট মিনি ফিরোজের।'এতদিন যেটা করিনি, এবার সেটা করব', হুঁশিয়ারি গুলশন কলোনিকাণ্ডে মূল অভিযুক্ত ফিরোজ খান ওরফে মিনি ফিরোজের। ৪ জনকে গ্রেফতার করলেও ৪ দিন পরেও অধরা মিনি ফিরোজ। এফআইআরে মূল অভিযুক্ত হিসেবে নাম, কিন্তু পুলিশের খাতায় ফেরার ফিরোজ। সোশাল মিডিয়ায় পরপর রিল, ভিডিও পোস্ট করে হুমকি-হুঁশিয়ারি মূল অভিযুক্তের।