আবির দত্ত, কলকাতা: বরানগরে দুই বর্ষীয়ান লিভ-ইন সঙ্গীর রহসমৃত্যু (Elderly Live In Couple)। প্রায় দু'দশক ধরে তাঁরা একসঙ্গে ছিলেন বলে জানা গিয়েছে। শনিবার সকালে দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেন প্রতিবেশীরা (Mystry Over Death)। পুলিশ সূত্রে খবর, করোনার কারণে ব্যবসার মন্দার জেরে প্রচণ্ড আর্থিক সমস্যায় ছিলেন ওই যুগল। সেই কারণে আত্মহত্যা করে থাকতে পারেন। তবে  ব্যবসার জন্যই এমন চরম সিদ্ধান্ত কিনা খতিয়ে দেখছে পুলিশ (Kolkata News)। 


প্রায় দু'দশক একসঙ্গে থাকা, সেই অবস্থাতেই মৃত্যু


১৯ বছর একসঙ্গে থাকা। তার পর আচমকাই যুগলের রহস্যমৃত্যু। দুই লিভ-ইন সঙ্গীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল বরানগরের শশীভূষণ নিয়োগী গার্ডেন লেনে। শনিবার সকালে, ফ্ল্যাট থেকে উদ্ধার হয় বছর ৬০-এর অর্চনা সিংহ এবং ৬৫ বছরের দেবকৃষ্ণ বসুর মৃতদেহ।



আরও পড়ুন: Kolkata School Fee Hike: ফি বৃদ্ধি নিয়ে টানাপোড়েন, সোমবার থেকে খুলছে শহরের তিন স্কুল, তবে শর্তসাপেক্ষে


স্থানীয় সূত্রে খবর, ২০০৩ থেকে দেবকৃষ্ণের সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন অর্চনা। তাঁদের এক প্রতিবেশি সংবাদমাধ্যমে বলেন, "তেমন মিশতেন না। চাঁদা তুলতে গেলে কথা হত। কাল রাতে গন্ধ পাই। পুলিশ, দমকল আসে।"


ফ্ল্যাট কিনে চার বছর ধরে একসঙ্গে থাকছিলেন


বরানগরের শশীভূষণ নিয়োগী গার্ডেন লেনে বছর চারেক ধরে থাকছিলেন মৃত যুগল। পুলিশ সূত্রে খবর, কয়েক বছর আগে ১২ লক্ষ টাকা দিয়ে একটি ফ্ল্যাট কেনেন দেবকৃষ্ণ বসু। কিন্তু করোনার ধাক্কায় ব্যবসা মন্দা দেখা দেয়। সেই কারণে বাজারে দেবকৃষ্ণের প্রচুর টাকা তাঁর দেনা হয় বলে জানা গিয়েছে।


সেই কারণেই যুগলে আত্মহত্যার সিদ্ধান্ত কিনা খতিয়ে দেখছে পুলিশ। বিষক্রিয়ায় মৃত্যু নাকি অন্য কারণ, খতিয়ে দেখা হচ্ছে তা-ও।  মহিলার আগের পক্ষের ছেলের সঙ্গে কথা বলে পুলিশ। প্রতিবেশীদের থেকেও তথ্য সংগ্রহ করেন তদন্তকারী অফিসাররা।