নয়াদিল্লি: ভারতে ক্রমশ কমছে দৈনিক করোনা গ্রাফ। শনিবার প্রকাশিত বুলেটিন অনুযায়ী বারশোর নীচে নেমেছে ভারতের দৈনিক কোভিড (Covid) আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ১১৫০ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Union Ministry of Health and Family Welfare) তরফে শনিবারের বুলেটিনে বলা হয়েছে, ভারতে এখন পজিটিভিটি রেট এক শতাংশেরও অনেকটা নীচে। নতুন বুলেটিন অনুযায়ী ভারতে অ্যাক্টিভ কোভিড আক্রান্তের সংখ্যাও অনেকটা কমে এসেছে। এখন ভারতে অ্যাক্টিভ কোভিড কেস ১১৩৬৫। 


সুস্থতার হার:
শনিবারের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় কোভিড সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ১১৯৪ জন। এখন ভারতে কোভিড থেকে সুস্থতার হার ৯৮.৭৬ শতাংশ। 


হয়েছে মৃত্যু:
গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু (Death) হয়েছে ৮৩ কোভিড আক্রান্তের।


গত ২৪ ঘণ্টায় সারা দেশে কোভিড পরীক্ষা (Covid Test) হয়েছে ৪ লক্ষ ৬৬ হাজার ৩৬২টি। সংক্রমণ গ্রাফ কমলেও দেশে লাগাতার চলছে কোভিড টিকাকরণ। ৬০ বছরের ঊর্ধ্বে কোভিড বুস্টার ডোজ আগেই শুরু হয়ে গিয়েছে। নাবালকদেরও কোভিড টিকাকরণ শুরু হয়ে গিয়েছে। চলতি বছরের ১৬ মার্চ থেকে দেশে ১২ থেকে ১৪ বছর বয়সী নাবালকদের জন্যও কোভিড টিকাকরণ শুরু হয়েছে। 


বুস্টার ডোজ:
এরই মধ্যে দেশে সব সাবালকদেরই আনা হচ্ছে বুস্টার ডোজের (Booster Dose) আওতায়। ১৮ বছরের ঊর্ধ্বে সব নাগরিক এবার থেকে বুস্টার ডোজ নিতে পারবেন। ১০ এপ্রিল, রবিবার থেকে চালু হয়ে যাচ্ছে নতুন এই নিয়ম। দ্বিতীয় ডোজ নেওয়ার পর অন্তত ৯ মাস হয়ে গিয়েছে এমন হল তবেই নেওয়া যাবে বুস্টার ডোজ। তবে সাবালকদের বুস্টার ডোজ হবে শুধুমাত্র বেসরকারি হাসপাতাল থেকে। কোভিড টিকাকরণ চললেও স্বাস্থ্যবিধি বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে স্বাস্থ্যমন্ত্রকের তরফে। মাস্ক পরা এবং দূরত্ববিধি বজায় রাখার পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ইতিমধ্যে ওমিক্রনের পরেও আরও একটি ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে। ফের যাতে কোভিড ঢেউয়ে বিপর্যস্ত না হতে হয় তার জন্যই আগেভাগে সচেতন থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। 


আরও পড়ুন: বুস্টারেই কি হবে কাজ ?