পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : খাস কলকাতায় মহিলার শ্লীলতাহানির অভিযোগ। EM বাইপাস থেকে মহিলাকে জোর করে গাড়িতে তুলে শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মহিলাকে গাড়িতে তুলে মাদক খাইয়ে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে কলকাতায়। জানা গিয়েছে, রাস্তা থেকে মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি রয়েছেন অভিযোগকারিণী। ইতিমধ্যেই এফআইআর রুজু করেছে পুলিশ। গতকাল রাতে প্রগতি ময়দান থানার পুলিশ ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাস থেকে এক তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে পার্কসার্কাসের চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি রয়েছেন ওই তরুণী। 

Continues below advertisement

জানা গিয়েছে, গতকাল রাতে প্রগতি ময়দান থানার কাছেই বাসের জন্য রাস্তার পাশে অপেক্ষা করছিলেন তরুণী। সেই সময় কয়েকজন এসে জোর করে তরুণীকে গাড়িতে তোলেন বলে অভিযোগ। আরও অভিযোগ, তরুণীকে গাড়িতে তুলে মাদক খাওয়ান গাড়িতে থাকা ব্যক্তিরা। পুলিশ সূত্রে খবর, যাঁরা তরুণীকে জোর করে গাড়িতে তুলেছিলেন, তাঁদের মধ্যে সম্ভবত একজন তরুণীর পূর্ব পরিচিত। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তরুণী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রাতের শহরে এরকম ঘটনার পর ফের একবার মহিলাদের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। 

পুলিশ সূত্রে খবর, গাড়িতে ছিলেন মোট তিনজন। তাঁদের মধ্যে একজন তরুণীর পূর্ব পরিচিত। এই ঘটনায় এখনও কাউকে আটক কিংবা গ্রেফতার করার খবর পাওয়া যায়নি। তরুণীর সঙ্গে কথা বলে গোটা বিষয়টি বিশদে জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। কোরকদমে তদন্ত শুরু করেছে পুলিশ। রাতের কলকাতার রাস্তায় ফের বিপদের সম্মুখীন এক তরুণী। এই ঘটনা কলকাতা শহরে নতুন নয়। এর আগেও ঘটেছে। ফলে অন্যান্য বারের মতোই আবারও প্রশ্ন উঠছে রাতের কলকাতায় মহিলাদের নিরাপত্তা, সুরক্ষা নিয়ে।        

Continues below advertisement

খাস কলকাতায় পথ কুকুরদের খাওয়াতে গিয়ে 'আক্রান্ত' অভিনেতা দম্পতি

অভিনেতা ইন্দ্রনীল মল্লিক ও অভিনেত্রী সায়ন্তনী মল্লিককে মারধরের অভিযোগ। কলকাতার কসবা রাজডাঙার রাস্তায় চাঞ্চল্যকর ঘটনা। অভিনেত্রীর দেওয়া ভিডিও-তেও ঘাড়ধাক্কা দিতে দেখা গেছে এক ব্যক্তিকে। অভিযোগ, পথ কুকুরদের খাওয়াতে গেলে স্থানীয় একটি ক্লাব থেকে তেড়ে আসেন কয়েকজন। পথ কুকুরদের খাওয়ানো নিয়ে শুরু হয় দু'পক্ষের বচসা। কসবা থানায় অভিযোগ দায়ের করেছে অভিনেতা দম্পতি। পুলিশের দাবি, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত চলছে। যাঁদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ, তাদের কোনও প্রতিক্রিয়া মেলেনি।