কলকাতা: ফের EM বাইপাসের ধারে ঘন জনবসতি এলাকায় অগ্নিকাণ্ড (Fire Incident)। ভোটের আবহে এমনিতেই বাড়তি সতর্কতা শহরে। কোথাও যেনও অপ্রীতিকর ঘটনা না ঘটে। নাগরিক জীবনও যাতে সুরক্ষিত তা নিয়ে যথেষ্ট সতর্ক প্রশাসন। তার অন্যতম কারণ যে কোনও মহূর্তে যে কোনও ইস্যুই বড় হয়ে উঠতে পারে। বাড়ি ভেঙে পড়া হোক কিংবা আগুন লাগার ঘটনা , যেকোনও ঘটনাই ভোটের মুখে প্রভাব ফেলতে পারে। যদিও দুর্ঘটনা তো বলে কয়ে আসে না। প্রগতি ময়দান থানা এলাকায় আগুন লাগার ঘটনা খবর পৌঁছতেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনী। 


এদিন সকালে কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। প্রগতি ময়দান থানা এলাকার বহিসতলায় সকাল ৬টা নাগাদ পুরনো প্লাস্টিক সামগ্রীর গুদামে আগুন লাগে। পাশে ডেকরেটর্সের দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। দমকলের ৩টি ইঞ্জিনের ঘণ্টাদেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ভস্মীভূত প্লাস্টিকের গুদাম ও ডেকরেটর্সের দোকান। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।


গত মাস থেকে চলতি মাসে আগুন লাগার ঘটনা কম নয়। সম্প্রতি মাঝরাতে লেলিহান শিখা ছড়িয়ে পড়েছিল একবালপুরের আইডিয়াল টাওয়ারে। ১২ তলা বহুতলের একেবারে ওপরের তলায় ফ্ল্যাট থেকে গলগল করে ধোঁয়া বেরোতে শুরু করেছিল। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছিল আগুন।দমকলের ৫টি ইঞ্জিনের ঘণ্টাদেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান ছিল, এসি থেকেই আগুন ছড়ায়। অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করে বহুতলের বাসিন্দারাই আগুন আয়ত্তে আনেন বলে জানিয়েছিল দমকল ।


সম্প্রতি ভোরের দিকে সল্টলেকের সেক্টর ফাইভে ক্রিস্টাল বিল্ডিংয়ে আগুন লেগেছিল।পুলিশ সূত্রে খবর এসেছিল, ভোর ৫টা নাগাদ বহুতলের ১১ তলার লিফট থেকে গলগল করে ধোঁয়া বেরোতে শুরু করে। ছড়িয়ে পড়ে আগুন। দমকলের ৩টি ইঞ্জিনের আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে তদন্তে অনুমান করেছিল দমকলবাহিনী। 


আরও পড়ুন, 'পোলিং বুথে তৃণমূলের জামানত জব্দ হওয়া চাই..', মোদি নিশানার পর পাল্টা মমতা


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।