কলকাতা: এবার কি ১,৬৯৪ শিক্ষাকর্মীর নিয়োগ বাতিলের পথে? জেলা পরিদর্শক মারফত ১,৬৯৪ জন শিক্ষাকর্মীকে জানাল সরকার। এই শিক্ষাকর্মীদের বিরুদ্ধে বেআইনিভাবে নিয়োগ পাওয়ার অভিযোগ। হাইকোর্টের নির্দেশে বিষয়টি জানানো হল শিক্ষাকর্মীদের। রাজ্যজুড়ে ২০১৮  সালে নিয়োগপত্র পেয়েছিলেন এই ১ হাজার ৬৯৪ জন শিক্ষাকর্মী। 


রাজ্যে একের পর এক নিয়োগ দুর্নীতি নিয়ে অভিযোগ উঠে আসছে। প্রসঙ্গত, ডিসেম্বরের শুরুতে, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে রিপোর্ট সিবিআইয়ের। এসএসসি-র গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশম, একাদশ-দ্বাদশের নিয়োগে বিস্তর কারচুপি করা হয়েছে। আদালতে রিপোর্ট দিয়ে জানাল সিবিআই। তিনটি হার্ডডিস্ক ও কমিশনের ডেটাবেসে বিস্তর কারচুপির প্রমাণ মিলেছে বলে দাবি করেছে কেন্দ্রীয় এই সংস্থা। রিপোর্টে বলা হয়েছে, গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশম, একাদশ-দ্বাদশের যে ওএমআর শিট ছিল, তার মূল্যায়ন ও স্ক্যান করার জন্য বরাত দেওয়া হয়েছিল নাইসা কমিউনিকেশন প্রাইভেট লিমিটেড নামের একটি সংস্থাকে। সমস্ত ওএমআর শিট স্কুল সার্ভিস কমিশনের অফিসেই স্ক্যান করা হয়েছিল। মূল্যায়নের পরে নম্বর সম্বলিত যে চূড়ান্ত তালিকা সেটা কমিশনকে দিয়েছিল নাইসা। এরপর কমিশন নিজেদের সার্ভার বা ডেটাবেস নম্বর আপলোড করে। পরে সিবিআই যখন গোটা ঘটনা খতিয়ে দেখতে আসরে নামে, সেই সময় তারা কমিশনের ডেটাবেস বাজেয়াপ্ত করে এবং নাইসার এক প্রাক্তন কর্মী পঙ্কজ বনসলের গাজিয়াবাদের বাড়ি থেকে তিনটি হার্ডডিস্ক বাজেয়াপ্ত করা হয়। 


আরও পড়ুন, বামেদের কাছে ৬-০ হারল তৃণমূল, হাই মাদ্রাসা ভোটে হার ঘাসফুলের


অপরদিকে, স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) প্রকাশিত ৯৫২ জনের তালিকায় নাম রয়েছে সোনারপুর-রাজপুর পুরসভার (Sonarpur-Rajpur Municipality) তৃণমূল কাউন্সিলরের (TMC Councillor)। বর্তমানে চৌহাটি হাইস্কুলে ইতিহাসের শিক্ষিকা (Teacher) হিসেবে কর্মরত রয়েছেন তিনি। যদিও তালিকা প্রকাশের পর থেকে তাঁর সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। হাইকোর্টের নির্দেশে নম্বর বদল হয়েছে, এরকম ৯৫২ জনের OMR শিট বৃহস্পতিবার প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। সেই তালিকায় তালিকার ৪৭৪ নম্বরে নাম রয়েছে কুহেলি ঘোষের। SSC সূত্রে খবর, তালিকায় সকলের ক্ষেত্রেই গাজিয়াবাদে অভিযান চালিয়ে সিবিআইয়ের উদ্ধার করা হার্ডডিস্কের সঙ্গে, কমিশনের সার্ভারে থাকা নম্বরের ফারাক রয়েছে।বর্তমানে সোনারপুরের চৌহাটি হাইস্কুলের ইতিহাসের শিক্ষিকা হিসেবে কর্মরত রয়েছেন কুহেলি ঘোষ। কিন্তু তার অন্য আরেকটি পরিচয়ও রয়েছে। রাজপুর-সোনারপুর পুরসভার তিনবারের তৃণমূল কাউন্সিলর কুহেলি। শেষ পুরভোটে তিনি ১৮ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হন। তৃণমূলের এরকমই একজন জনপ্রতিনিধির নাম রয়েছে OMR শিটে নম্বর পাল্টে চাকরি পাওয়াদের তালিকায়।