কলকাতা: সিয়াচেনে কর্মরত অবস্থায় ভারতীয় সেনাবাহিনীর জওয়ান শুভঙ্কর ভৌমিক সোমবার রাতে তুষার ধসে প্রাণ হারিয়েছেন। বুধবার সন্ধ্যায় তাঁর কফিনবন্দি দেহ রাজ্যে আনা হয়। বিমানবন্দরে তাকে শেষ শ্রদ্ধা জানান, রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু, মুখ্যমন্ত্রী মানিক সাহা ও অন্যান্য আধিকারিকরা। 


সোমবার রাতে তুষারধসের ফলে তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি। সারারাত বরফচাপা অবস্থায় থাকার পর তাকে উদ্ধার করে আনা হলেও, প্রাণ রক্ষা হয়নি। পুজোর ছুটি কাটিয়ে অক্টোবরের শেষ সপ্তাহে যোগ দিয়েছিলেন গোমতী জেলার সন্তান শুভঙ্কর ভৌমিক। বর্তমানে তার স্ত্রী, দেড় বছরের মেয়ে,বাবা, মা ও দুই ভাই রয়েছে।


উল্লেখ্য, সমুদ্রতল থেকে প্রায় ২২ হাজার ফুট উচ্চতায় অবস্থিত সিয়াচেন হিমবাহ। যাকে বিশ্বের উচ্চতম রণক্ষেত্র হিসেবে স্বীকৃত দেওয়া হয়েছে। চরম প্রতিকূলতায় ভরা এখানকার আবহাওয়া । শুধু প্রবল ঠান্ডা নয়, এখানে আবহাওয়ার খামখেয়ালিপনার প্রতি মুহূর্তে বদল হয়।পরিসংখ্যান অনুযায়ী, সিয়াচেনে জওয়ানদের মৃত্যুর প্রধান কারণ হল ঠান্ডা ও তুষারঝড়।


মূলত,  শত্রুর গুলিবর্ষণের চেয়েও জওয়ানের মৃত্যু কারণ হয় অধিকাংশ ক্ষেত্রে তুষারধস।তুষারধসে বেশ কয়েকজন জওয়ানের মৃত্যু হয়। সতেরো সালে তিনদিন পর  হনমন্থাপ্পা নামে এক জওয়ানকে জীবিত অবস্থায় তুষারধসের মধ্যে থেকে উদ্ধার করা হয়েছিল। যদিও, তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। দুদিন আগে হনমন্থাপ্পাকে মরণোত্তর সেনা মেডেল প্রদান করা হয়েছিল।


বছরটা ২০২১। সেবার বিপর্যস্ত হয়েছিল উত্তরাখণ্ডের পাশাপাশি হিমাচলের একাংশ। পাহাড়ে ট্রেক করতে গিয়ে এ রাজ্যের একের পর এক অভিযাত্রীর মৃত্যু হয়েছিল।  সাল ২০১৭। জম্মু ও কাশ্মীরে প্রবল তুষারপাতে লাদাখের বাতালিক সেক্টরে তুষারধসে চাপা পড়ে গিয়েছিল সেনাবাহিনীর একটি শিবির। সেখানে ছিলেন পাঁচ জন জওয়ান । 


ওই বছরেই তুষারধসে সেনা জওয়ানের মৃত্যু হয়েছিল জম্মু ও কাশ্মীরে। সেনার তরফে জানানো হয়েছিল, লাদাখের বাতালিক সেক্টরে একাধিক তুষারধস নেমেছিল।বরফের স্তূপে ঢাকা পড়ে গিয়েছিল সেনা ছাউনি । ওই ছাউনিতে ছিলেন পাঁচ সেনা জওয়ান। এঁদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। এই তিনজন হলেন—হাভিলদার প্রভু কিরকে, লান্স নায়েক বিহারী মারান্ডি, এবং সেপাই কুলদীপ লাকরা। 


আরও পড়ুন, ২০ জেলায় পেট্রোলের দরে বদল ! আজ জ্বালানি ভরাতে খরচ কত ?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


বিস্তারিত আসছে..