ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : যাদবপুরে প্রেমিকার বাবাকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। পাটনা থেকে গ্রেফতার প্রাক্তন প্রেমিক। হামলার পর বিহারের পাটনায় চলে যায় প্রাক্তন প্রেমিক। মোবাইল টাওয়ার দেখে পাটনায় যায় যাদবপুর থানার পুলিশ। যাদবপুরকাণ্ডে পাটনা থেকে পাকড়াও প্রাক্তন প্রেমিক। কাল ট্রানজিট রিমান্ডে আনা হবে ধৃতকে। 

Continues below advertisement

যাদবপুরের বিজয়গড়ে ভর সন্ধেবেলা একটি বাড়িকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে। ঘটনার তদন্তে নামে যাদবপুর থানার পুলিশ। তদন্তকারীরা জানতে পারেন যে তরুণীর বাবার উপর হামলা হয়েছিল, সেই তরুণীর সঙ্গে অভিযুক্তর অনেকদিন ধরেই একটি সম্পর্ক ছিল। পুলিশ জানতে পেরেছে অভিযুক্ত বেঙ্গালুরুতে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি চালাতেন। সেখানে চাকরি করতেন এই তরুণী। সেই সূত্রেই আলাপ হয়ে ২ জনের, গড়ে ওঠে সম্পর্ক। পরবর্তীতে সম্পর্কে ঝামেলা হয়। তরুণীর উপর হামলাও করেন অভিযুক্ত। সেই অভিযোগে কর্নাটক পুলিশ গ্রেফতারও করেছিল ওই যুবককে। 

এরপর কলকাতায় এসে তরুণীর বাড়িতেই চড়াও হন অভিযুক্ত যুবক। তরুণীর বাবাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। ঘটনার পর পাটনায় নিজের বাড়িতে পালিয়ে গা ঢাকা দেয় অভিযুক্ত যুবক। সেখান থেকেই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। ট্রানজিট রিমান্ডে আনা হচ্ছে কলকাতায়। আগামীকাল ধৃতকে আলিপুর আদালতে পেশ করা হতে পারে বলে খবর। 

Continues below advertisement

কৃষ্ণনগরের ছায়া কলকাতায়, প্রাক্তন প্রেমিকার বাবাকে 'খুনের চেষ্টা'। বিয়েতে আপত্তি, বান্ধবীর বাবাকে লক্ষ্য করে প্রাক্তন প্রেমিকের গুলি। বিজয়গড়ে বাড়ির বারান্দায় বসে থাকার সময় রাস্তা থেকেই গুলি। অল্পের জন্য গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় এ যাত্রায় রক্ষা পেয়েছেন তরুণীর বাবা। অভিযোগ, বিয়েতে আপত্তি থাকায় প্রাক্তন প্রেমিকার বাবাকেই খুনের চেষ্টা যুবকের। বিজয়গড় বাজার সংলগ্ন পচা পানের গলি এলাকায় সোমবার সন্ধে পৌনে সাতটা নাগাদ ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা। চ্যাটার্জি ভিলা নামের এক বাড়িতে হয় হামলা। বাড়ির পাশে একটি গলি রয়েছে। সেখানে থাকা গেট বন্ধ ছিল। কলিং বাজালে ভিতর থেকে বেরিয়ে আসেন তরুণী এবং তাঁর বাবা। আচমকাই গুলি চালায় ওই যুবক। সন্ধেবেলা শব্দ হয়ে আশপাশে লোক প্রথমে ভেবেছিলেন যে আজ ছটপুজোর জন্য হয়তো বাজি ফাটছে। পরে জানা যায় এই ভয়ঙ্কর কাণ্ড। পুলিশ সূত্রে খবর, যুবক যখন এই বাড়িতে হামলা করতে এসেছিলেন তখন গ্রিলের গেট বন্ধ ছিল। কলিং বেল শুনে তরুণী এবং তাঁর বাবা বেরিয়ে এলেও তাঁরা গেট খোলেননি। গেটের মধ্যে দিয়েই গুলি চালানো হয়। ভিতরের দেওয়ালে বুলেটের হোল তৈরি হয়ে যায়।