কলকাতা: দুর্নীতির মামলায় জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডল (Partha Chatterjee and Anubrata Mandal)। এবার তাঁদের নিয়ে পুজোয় কী থিম হতে পারে, আশঙ্কার সুরে কার্যত সেই আইডিয়া দিয়ে রাখলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। তিনি আরও বলেন, 'পার্থ-র এতবড় পুজো, সেখানে দর্শকরা এসে কি আলোচনা করবে ভাবতেও ভয় লাগে।' মদন মিত্র-র এই বক্তব্যকে হাতিয়ার করে, কটাক্ষ বিরোধীদের।


 পুজোর থিমের ইস্যুতে মদন মিত্র বলেন, 'বিশেষ করে বিরোধী দলগুলি এই সুযোগে মা-কে কলুষিত করার জন্য পার্থ-অনুব্রত-র মুখছবি দিয়ে এমন কিছু নোংরা, কুৎসিত কার্টুন,মিম এসব করবে। পার্থ-র এতবড় পুজো, সেখানে দর্শকরা এসে কি আলোচনা করবে ভাবতেও ভয় লাগে।' এরপরেই তিনি পুজোর থিমের আইডিয়া প্রসঙ্গে বলেন, আমি করেছিলাম মমতার মুখকে দুর্গার মুখ বানিয়ে। এরপরেই তিনি বলেন, বিজেপি, সিপিএম দু-একটা জায়গায় অন্যকরম মুখ একটু নোংরামি করার চেষ্টা করবে। পার্থ এবং কেষ্টদের প্রোটেকটারের মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। 


নাকতলায় উদয়ন সংঘ পার্থ চট্টোপাধ্যায়ের পুজো বলেই পরিচিত। পুজোর দোরগড়ায় নিশ্চিত নয়, যে পুজোয় তিনি থাকতে পারবেন কিনা।  এইনিয়েই মদন মিত্রের ভাবনা একটু অন্যরকম। তিনি বলেন, 'প্রাণখুলে আনন্দ যেটা, সেটা পার্থ এবং কেষ্ট-র এই ব্যপারটা আমাকে যথেষ্ট বেদনা দিচ্ছে। এই যে পুজোগুলি হবে, বিশেষ করে এই যে পার্থ-র অতোবড় পুজো, সেখানে মানুষ কী মন্তব্য করবে।' প্রসঙ্গত, গরুপাচার মামলায় এবং এসএসসি দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তাকারী সংস্থার হাতে গ্রেফতার হয়েছেন অনুব্রত এবং মদন। এদিকে অনুব্রত, শাসকদলকে পাশে পেলেও, একাকী পার্থ। পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে কোটি কোটি টাকা উদ্ধারে কটাক্ষ উঠেছে। তার মাঝেই অর্পিতা-পার্থকে নিয়ে তৈরি হয়েছে একাধিক মিম। তাঁদের ফ্ল্যাট থেকে একাধিক বিস্ফোরক তথ্য বাইরে এসেছে।


আরও পড়ুন, এসএসসি-র নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই-র হাতে গ্রেফতার আরও এক 'মিডলম্যান'


এদিকে দুজনকেই মেডিক্যাল পরীক্ষা করাতে নিয়ে যাওয়ার সময় চোর তকমা জুটেছে। বিশেষ করে পার্থ দিকে জুতো ছুড়ে মেরেছেন ক্ষোভ উগরে এক মহিলা। পাশাপাশি অনুব্রতকে যেখানেই নিয়ে যাওয়া হচ্ছে, সেখানেই গরুচোর বলে স্লোগান দেওয়া হচ্ছে। এহেন পরিস্থিতির মাঝেই বাংলায় আবার মন্ত্রিত্বে রদবদল হয়েছে। এহেন পরিস্থিতি খোদ মুখ্যমন্ত্রী মুখ খুলেছেন অনুব্রত পক্ষ নিয়ে। কিন্তু পার্থ-র দিকে তাঁর কোনও সমর্থনযোগ্য বক্তব্য সামনে আসেনি। বরং পার্থ গ্রেফতারের পর নাম না নিয়ে মমতা বলেছেন, প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ড হোক হোক। এখন এদিকে দোরগড়ায় দুর্গা পুজো।  আর সেই পুজোতেই পার্থ ও অনুব্রত-কে নিয়ে থিম ! যা কিনা এবার সত্যিই ভাবাচ্ছে কামারহাটির বিধায়ককে।