কলকাতা: আজ উত্তরবঙ্গ (North Bengal) সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবারের সফরে মালবাজারে বিসর্জনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে দেখা করবেন তিনি। আজ বিকেলে বাগডোগরা বিমানবন্দরে নামবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে সড়কপথে যাবেন মালবাজারে। বিসর্জনে হড়পা বানে মৃতদের পরিবারের সদস্যদের দেখা করবেন মুখ্যমন্ত্রী। আগামীকাল প্রশাসনিক বৈঠকও করবেন তিনি। মালবাজারের পাশাপাশি শিলিগুড়িতেও কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। বুধবার বিজয়া সম্মিলনীতে তাঁর যোগ দেওয়ার কথা। বৃহস্পতিবার কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী।


প্রসঙ্গত, প্রতিমা বিসর্জনের সময় আচমকাই জলপাইগুড়ির মালবাজারের মাল নদীতে হড়পা বান আসে। জলের তোড়ে ভেসে গিয়ে একাধিক জনের মৃত্যু হয়।  স্থানীয় প্রশাসন সূত্রে খবর, মৃতদের মধ্যে ১০ বছরের এক বালিকা রয়েছে। গতকাল মাঝরাত পর্যন্ত চলে উদ্ধারকাজ। এদিকে সেসময় প্রবল বৃষ্টির জেরে উদ্ধারকাজ সাময়িক বন্ধ হয়। নদীর বিভিন্ন অংশে চালানো হয় তল্লাশি। পুলিশ সূত্রে খবর, ৭০টি প্রতিমা বিসর্জনের জন্য আনা হয়। তাঁর মধ্যে ২৫ থেকে ৩০টি প্রতিমা বিসর্জনের পরই বিপর্যয় ঘটে। স্থানীয় সূত্রে দাবি, নদীখাতে আগেই বোল্ডার ফেলা হয়েছিল, যাতে যেদিকে বিসর্জন হবে, সেদিকে বেশি জল যায়। হড়পা বানের সময় তা হিতে বিপরীত হয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। দশমীর রাতে ভয়ঙ্কর বিপর্যয়ের ঘটনা ঘটে। আচমকাই ধেয়ে আসে ওই হড়পা বান। বিসর্জন দেখতে গিয়ে, ভেসে যান বহু মানুষ। নিমেষের মধ্যে আনন্দ বদলে যায় হাহাকারে। আহতদের নিয়ে যাওয়া হয় সেসময় মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে। আরও কেউ নিখোঁজ আছেন কি না, তাঁদের খোঁজে চলে উদ্ধারকাজ। NDRF-এর পাশাপাশি, খোঁজ চালায় বেসরকারি সংস্থার র‍্যাফটররাও। এবার উত্তরবঙ্গ সফরে বিসর্জনে হড়পা বানে মৃতদের পরিবারের সদস্যদের দেখা করবেন মুখ্যমন্ত্রী।


আরও পড়ুন, দীপাবলির আগে আজ পেট্রোল-ডিজেলের কী দাম কলকাতায় ?


এই ঘটনার পর শোকপ্রকাশ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতের নিকট আত্মীয়কে ২ লক্ষ এবং আহতদের ৫০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী টুইট করে জানিয়েছেন, জলপাইগুড়ির মাল নদীতে প্রতিমা বিসর্জনের মুহূর্তে হড়পা বানে একাধিক জন প্রাণ হারিয়েছেন।  মুখ্যমন্ত্রী মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শান্তি কামনা করেছেন। মুখ্যমন্ত্রী হাসাপাতালে চিকিৎসাধীনদের আরোগ্য কামনা জানিয়ে বলেন, 'আমি ওনাদের দ্রুত আরোগ্য প্রার্থনা করি। এই মুহূর্তে এনডিআরএফ, এসডিআরএফ এখনও খোঁজ এবং তল্লাশি কার্য চালিয়ে যাচ্ছেন। ৭০ জনকে উদ্ধার করা হয়েছে।' পাশাপাশি এই ঘটনার পর কোনও প্রয়োজনে, দুটি জরুরী ফোন নাম্বারও শেয়ার করেছেন মুখ্যমন্ত্রী। হেল্পলাইন নাম্বার দুটি হল ০৩৫৬১ ২৩০ ৭৮০ এবং ৯০৭৩৯ ৩৬৮১৫ ।