পার্থপ্রতিম ঘোষ, ঐশী মুখোপাধ্যায়, কলকাতা:  আনোয়ার শাহ রোডের একটি হোটেলে দাউদাউ আগুন। ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন। আগুন লাগার কারণ ঘিরে ধোঁয়াশা। দুপুর ১ নাগাদ হোটেলে আগুন লেগেছে। হোটেলের ছাদের অংশে আগুন লেগেছে। এদিকে ওই হোটেলের নীচে রয়েছে ফ্ল্যাট।  হোটেলে কেউ আটকে পড়েছেন কি না, তার খোঁজ চলছে।

আরও পড়ুন, সোনার দামে বড় চমক চতুর্থীতে ! কিনতে গেলে কত দাম দিতে হবে আজ ?

প্রসঙ্গত, এর আগে একাধিক জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। পরবর্তীকালে পার্কস্ট্রিট সহ বিভিন্ন জায়গায়, মুখ্যমন্ত্রী ছুটি গিয়েছিলেন। সেই জায়গায় যে বিষয়টা উঠে এসেছিল, সেটা হচ্ছে ছাদ সম্পূর্ণ পরিষ্কার রাখতে হবে। যাতে কোনও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে, যাতে ছাদে মানুষ আসতে পারে। কিন্তু আনোয়ার শাহ রোডের ওই হোটেলে দেখতে পাওয়া যাচ্ছে, যেই জায়গায় ছাদ সেই জায়গা সম্পূর্ণ বন্ধ করা ছিল। ইতিমধ্যেই সেখানে দমকল বিপর্যয় মোকাবিলা বাহিনী এসে পৌঁছেছে।

ওই ছাদে প্রকৃতই কী ছিল, তা এখনও পরিষ্কার জানা জায়নি। অর্থাৎ আগুন লাগার কারণ খুঁজতেই ছাদ ভাল করে খুঁটিয়ে দেখা হচ্ছে।সবথেকে চিন্তার বিষয় এই যে, ওই হোটেলটি একটি বহুতলের উপরে ছিল। এদিকে ওই হোটের নীচেই রয়েছে ফ্ল্যাট। ওই আবাসনে অনেক বাসিন্দাই বসবাস করেন। তবে শেষ অবধি পাওয়া খবর, কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।ভিতরে কেউ আটকে পড়েছেন কিনা ? তা নিয়ে যুদ্ধকালীন তৎপরতায় চলছে খোঁজ।

অপরদিকে, ভবানীপুুরের চক্রবেড়িয়ায় জাস্টিস চন্দ্রমাধব রোডে ব্যাটারি চালিত গাড়ির শোরুমে আগুন-আতঙ্ক। ১০টিরও বেশি স্কুটার পুড়ে যায়। চারতলা ফ্ল্যাটবাড়ির ওপরের তলায় আবাসিকরা থাকেন। নীচেরতলায় ব্যাটারি চালিত গাড়ির শোরুম রয়েছে। আজ সকাল ৭টা নাগাদ বন্ধ শোরুম থেকে গলগল করে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা। দমকলের ৩টি ইঞ্জিনের আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দেখা যায়, শোরুমের ভিতর বৃষ্টির জল জমে রয়েছে। আবাসিকদের অভিযোগ, এর আগেও শোরুমে শর্ট সার্কিটের ঘটনা ঘটেছে। রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে গাড়ির শোরুম ভাড়া দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন আবাসিকরা। 

 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)