ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : নিউটাউনে স্বর্ণ ব্যবসায়ী খুনে চাঞ্চল্যকর তথ্য। খুনের দিন ঘটনাস্থলে ছিল ৬ জন, জেরায় স্বীকার দুই অভিযুক্তের। গ্রেফতার গাড়ির চালক রাজু ঢালি দক্ষিণবঙ্গের বাসিন্দা, বাকি ৫ জন উত্তরবঙ্গের বাসিন্দা, খবর পুলিশ সূত্রে। ঘটনার দিন স্বর্ণ ব্যবসায়ীকে বেল্ট, লাঠি দিয়ে মারধর করা হয়েছিল, জেরায় স্বীকার অভিযুক্তদের, দাবি পুলিশের। মারধরের সময় আচমকা মাথায় পিছনে আঘাত পান স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা, সংজ্ঞাহীন হয়ে পড়েন ব্যবসায়ী, খবর পুলিশ সূত্রে। এরপর তাঁর দেহ নিয়ে নীলবাতি লাগানো গাড়িতে করে নিয়ে গিয়ে যাত্রাগাছিতে খালের ধারে ফেলে দেওয়া হয়, খবর পুলিশ সূত্রে। স্বর্ণ ব্যবসায়ীকে খুনের পরের দিন, গ্রেফতার হওয়া বিডিও ঘনিষ্ট ঠিকাদার তুফান থাপা, ড্রাইভার রাজু ঢালির সঙ্গে বিমানবন্দরে পৌঁছয়, খবর পুলিশ সূত্রে।
গত ২৯ অক্টোবর দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে খুনের অভিযোগ উঠেছিল। সেই ঘটনার তদন্তে নাম জড়িয়েছে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণের। যদিও তিনি অভিযোগ করেছেন যে, তিনি ষড়যন্ত্রের স্বীকার। তাঁকে ফাঁসানো হচ্ছে। এই ঘটনায় বিডিও ঘনিষ্ঠ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রাজু ঢালি কলকাতায় এলে BDO যে গাড়ি চড়তেন, সেই গাড়ির চালক ছিলেন, দাবি পুলিশ সূত্রে। আরেক ধৃত তুফান থাপা BDO-ঘনিষ্ঠ উত্তরবঙ্গের ঠিকাদার, খবর পুলিশ সূত্র। খুনের ঘটনার সঙ্গে সরাসরি যোগ ধৃতদের, দাবি পুলিশের। ধৃত ২ জনের ১২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের। ধৃত রাজু ঢালি ও তুফান থাপার ২০ নভেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের।
স্বর্ণ ব্যবসায়ীকে গত মঙ্গলবার দুপুর ১টার আগে দত্তাবাদে সোনার দোকান থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। ব্যবসায়ীকে তোলার জন্য এসেছিল দুটি গাড়ি, ফুটেজে মিলেছে এমনই তথ্য, জানিয়েছে পুলিশ। ব্যবসায়ীকে দুপুর ১ টা ২০ মিনিট নাগাদ নিউ টাউন AB ব্লকের ফ্ল্যাটে নিয়ে আসা হয়। ২৮ মিনিটের ব্যবধানে সল্টলেক দত্তাবাদ থেকে নিউটাউনের ফ্ল্যাটে আনা হয়েছিল স্বর্ণ ব্যবসায়ীকে। গাড়ি থেকে কলার ধরে নামিয়ে নিউটাউনের ফ্ল্যাটে ঢোকানোর ছবি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। দুটি গাড়ির সঙ্গে ছিল ৪টি বাইক, সবকটি বাইকের নম্বর প্লেট স্থানীয় নম্বর প্লেট নয়, জানিয়েছেন তদন্তকারীরা। রাত সোয়া ৯টা অর্থাৎ ৯ টা ১৫ মিনিট নাগাদ ফ্ল্যাট থেকে টেনে হিঁচড়ে ব্যবসায়ীকে বার করার ছবিও সিসিটিভি ফুটেজে স্পষ্ট ভাবে ধরা পড়েছে। ফ্ল্যাট থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ পাওয়া গিয়েছিল। স্বর্ণ ব্যবসায়ীকে মারধর করা হয়েছিল বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।