কলকাতা: পার্কিং বিবাদে নিউটাউনে অনলাইন ডেলিভারি সংস্থার কর্মীদের তাণ্ডব! দিনের আলোয় দলবল নিয়ে আবাসনে ঢুকে নিরাপত্তারক্ষীকে মার! দলবল নিয়ে অভিজাত আবাসনে ঢুকে তাণ্ডব, আতঙ্কে আবাসিকরা। সিসি ক্যামেরাবন্দি তাণ্ডব, তাও এখনও অভিযুক্তরা অধরা থাকায় আতঙ্ক। অভিযোগ করলেও অনলাইন ডেলিভারি সংস্থার মুখে কুলুপ, দাবি আবাসিকদের। তদন্ত শুরু হয়েছে, গ্রিন উড সোনাটায় হামলায় দাবি ইকো পার্ক সূত্রে।



কতটা সুরক্ষিত ?


শহরের অভিজাত আবাসনে ঢুকে হামলার ঘটনায়, প্রশ্নের মুখে নিরাপত্তা। ঠিক কী কারণে এমন ঘটনা ঘটল, তা নিয়ে উদ্বেগ বেড়েছে। যদিও আবাসনে ঢুকে চুরি, ডাকাতি এমন কি খুনের ঘটনা যে কখনও হয় না, তেমনটা নয়। শহরের এই অভিজাত আবাসনে,  সারাদিন দায়িত্বে থাকে কর্তব্য়রত নিরাপত্তারক্ষী।তারপরেও  দিনের আলোয় দলবল নিয়ে, আবাসনে ঢুকে নিরাপত্তারক্ষীকে মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় সত্যিই মনে আতঙ্ক তৈরি হয়েছে এখানকার বাসিন্দাদের। যে আদৌ তাঁরা কতটা সুরক্ষিত।


আবাসনে ঢুকে মিছিল


প্রেক্ষাপট ভিন্ন হলেও, গতবছর উল্টোডাঙার আবাসনগুলিতে অটো-বাইক নিয়ে মিছিল দেখা গিয়েছিল। লোকসভা ভোটে কলকাতা উত্তরে জয়ের পরেই এমন ঘটনা প্রকাশ্যে এসেছিল। ডিজে বাজিয়ে মিছিল চলেছিল শহরের পরপর তিনটি বহুতলে। কয়েকশো বাইক ও অটো নিয়ে মিছিল। সান সিটি, মার্লিন, নর্দার্ন হাইট বহুতলে এমন দৃশ্য প্রকাশ্যে এসেছিল।  


'আবাসনের ভিতর ছোড়া হয়েছিল পরপর কাচের বোতল'


 ২০২৪ সালে আরও একটি ঘটনা প্রকাশ্যে এসেছিল। আতঙ্কের ছবি ধরা পড়েছিল শহরের আরও এক আবাসনেও। চক্রবেড়িয়া রোডে ইন্দ্রপ্রস্থ আবাসনে আচমকা বাইরে থেকে হামলার ঘটনা ঘটেছিল। বাইকে এসে আবাসনের ভিতর ছোড়া হয়েছিল পরপর কাচের বোতল বলে অভিযোগ। রাত একটার সময় বাইকে তিনজন এসে কাচের বোতল ছুঁড়েছিল বলে অভিযোগ। বাসনের মেন গেট বন্ধ থাকলেও বাইরে থেকে ছোড়া হয়েছিল বোতল। ঘটনার সময় পালিয়ে গিয়েছিল নিরাপত্তারক্ষী, চরম আতঙ্কে ছিল বাসিন্দারা, যদিও তাঁরা এবিষয়ে মুখ খুলতে নারাজ ছিলেন। 


আরও পড়ুন, মহিলাদের প্রতি বিতর্কিত মন্তব্যের জের, সমালোচনার মুখে পড়েও অনড় দিলীপ, এবার যা বললেন.. !


প্রশ্নের মুখে নিরাপত্তা


প্রসঙ্গত, গত কয়েক বছরে, বারবার প্রশ্নের মুখে পড়ছে, যে বিষয়টা, তা হল নিরাপত্তা। বিষয়টা যে অভিজাত আবাসনেই আটকে নেই, তা বলার অপেক্ষা রাখে না। বেশি দূরেও নয়, ফেলা আসা গত কয়েকমাসের ঘটনাগুলিই বারবার নাড়া দিচ্ছে।  নিরাপত্তার বেহাল চিত্র নিয়ে বারবার অভিযোগ তুলছেন এই শহরের বাসিন্দারাই।