কলকাতা: পার্ক সার্কাসে পুরনো বাড়ির চাঙড় খসে  ১ জনের মৃত্যু। চাঙড় ভেঙে গুরুতর জখম ১ শিশু-সহ ২। রাতে ঘুমনোর সময় চাঙড় খসে দুর্ঘটনা ঘটেছে।

Continues below advertisement

আরও পড়ুন, সপ্তাহের শুরুতেই মেট্রো বিভ্রাট, যান্ত্রিক ত্রুটিতে এই অংশ থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলাচল ব্যাহত !

Continues below advertisement

কলকাতা পুরসভার ৬৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সামশুলহুদা রোডের ঘটনা। গতকাল রাতে, ঘুমন্ত অবস্থায় আচমকা মাথায় ভেঙে পড়ে ছাদের চাঙড়। মাথা সহ শরীরের একাধিক জায়গায় গুরুতর আঘাত লাগে তাদের। অন্যদিকে এই ঘটনায় স্থানীয় কাউন্সিলরের দাবি, ওই বাড়িটি বহু পুরনো ছিল। প্রসঙ্গত, চলতি বছরের জুলাই মাসে, প্রবল বৃষ্টির মধ্যে কলকাতায় ভেঙে পড়েছিল তিনটি পুরনো বাড়ির একাংশ। কয়েক ঘণ্টার ব্যবধানে জানবাজার এবং নারকেলডাঙা এলাকায় বাড়ি ভেঙে পড়েছিল। মুচিপাড়ার ঘটনায় আহত হয়েছিলেন তিনজন। কলকাতা পুরসভার কাছে জানবাজারে ভেঙে পড়েছিল একটি দোতলা বাড়ির একাংশ। কলকাতা পুরসভা পুরনো এই বাড়িটিকে বিপজ্জনক বলে চিহ্নিত করেছিল। নারকেলডাঙার রাজেন্দ্রলাল স্ট্রিটে একটি পরিত্যক্ত বাড়ি ভেঙে পড়েছিল।অন্যদিকে,  একইদিনে, মুচিবাড়ায় রাজকুমার বোস লেনে ভেঙে পড়েছিল আরও একটি পুরনো বাড়ির একাংশ। আহত হয়েছিলেন ৩ জন।